'জয় হিন্দ' নামে বিশ্ববিদ্যালয় হবে রাজ্য়ে, ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

  •  রাজ্যে "জয় হিন্দ" বিশ্ববিদ্যালয় তৈরির ইচ্ছাপ্রকাশ
  •  ইচ্ছে প্রকাশ  করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
  •  পাশ করা পড়ুয়াদের বাংলায় কর্মসংস্থানের অভাব হবে না
  •  নবান্ন থেকে কৃতীদের ভার্চুয়ালি সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান

Asianet News Bangla | Published : Oct 5, 2020 2:27 PM IST

নবান্নে কৃতী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যে "জয় হিন্দ" নামে বিশ্ববিদ্যালয় তৈরির ইচ্ছাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ একই সঙ্গে রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পড়ুয়াদের বাংলায় কর্মসংস্থানের অভাব হবে না বলেও আশ্বাস দেন ৷ নবান্ন থেকে কৃতীদের ভার্চুয়ালি সংবর্ধনা জানান তিনি ৷ বাংলা সারা বিশ্বকে পথ দেখাবে বলেও মন্তব্য করেন ৷ 

মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার বিভিন্ন প্রকল্প বিশ্বে সম্মান পেয়েছে ৷ একাধিক ইঞ্জিনিয়ার, ডাক্তার, অর্থনীতিবিদ বিশ্বে নাম করেছেন ৷ বাংলা থেকেই বারবার নোবেল পুরস্কার দেশে এসেছে ৷" তিনি আরও বলেন, "আমরা ছোটোবেলা থেকে স্বামীজি, গান্ধিজি, নেতাজী সুভাষচন্দ্র বসুর নাম শুনে বড় হয়েছি ৷ নেতাজি জয়ন্তী, গান্ধি জয়ন্তী পালন করে এসেছি ৷ রাজ্যে একাধিক মণীষীর নামে বিশ্ববিদ্যালয় আছে ৷ 

Latest Videos

রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাষ্ট্রগুরু সুরেন্দ্র নাথ সহ বিভিন্ন মণীষীর নামে বিশ্ববিদ্যালয় রয়েছে ৷" নেতাজী সুভাষ কলকাতা এয়ারপোর্ট নামটাও তিনি করিয়েছিলেন বলে সাংবাদিক বৈঠকে বলেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "আমি যখন যাদবপুরের সাংসদ ছিলাম তখন আমি এই নামটি করাই ৷"পড়ুয়াদের উদ্দেশে তিনি বলেন, "আগামী দিনে তোমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে যাবে ৷ কিন্তু যেখানেই যাও বাংলাকে মনে রেখো ৷ মা কে মনে রেখো ৷" এই অনুষ্ঠান থেকেই কৃতীদের হাতে ল্যাপটপ, নোটবুক, ফুলের তোড়া, মিষ্টি তুলে দেওয়া হয়

Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul
Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
সর্দার প্যাটলের জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটিতে প্রধানমন্ত্রী, জানালেন শ্রদ্ধা | Narendra Modi
ন্যায় বিচারের দাবির ৮০ দিন পার, মশাল হাতে CGO অভিযান জুনিয়র চিকিৎসকদের