৪ ঘণ্টায় কাজে যোগ না দিলে বুঝে নেবেন, এনআরএস কাণ্ডে আসরে মুখ্যমন্ত্রী

  • হাসপাতালে মমতা
  • তুমুল ব্য়ারাকিং জুনিয়রদের
  • ক্ষোভে ফেটে পড়ছেন রোগীর পরিবাবও
arka deb | Published : Jun 13, 2019 7:10 AM IST / Updated: Jun 13 2019, 04:55 PM IST


অবশেষে হাসপাতালে এলেন মমতা বন্দোপাধ্য়ায়। কর্মবিরতিতে যোগদান করা ডাক্তারদের রীতিমতো হুশিয়ারি দিলেন মমতা।

এদিন সকাল এসএসকেএস হাসপাতালে ন'টার পরে আউটডোরে টিকিট দেওয়া শুরু হলেও তা ফের বন্ধ হয়ে যায়। ফলে ক্ষোভ বাড়তে থাকে। এই আবহেই হাসপাতালে পৌঁছোন মমতা। সেই সময়ে এসএসকেএম-এ  সকাল  থেকে বন্ধ ছিল জরুরি পরিষেবাও। মুখ্যমন্ত্রী জরুরি বিভাগের বাইরে অপেক্ষমান রোগীর পরিবারের সঙ্গে কথা বললেন। কথা বললেন চিকিৎসকদের সঙ্গেও। তলব করেন এমএসডিপিকে ।

Latest Videos

মমতা বন্দোপাধ্যায় আসার পরে স্লোগানিং করতে থাকেন জুনিয়র ডাক্তাররাও। রীতিমতো ব্যরাকিং-এর মুখে পড়েন মমতা। মমতা  ওই জায়গা থেকেই বলেন, আজই ডাক্তারদের যোগ দিতে হবে। হাসপাতালে কোনও বহিরাঘত থাকবে না। ঘাড়ধাক্কা দিয়ে বের করা হবে। কাজে যোগ না দিলে ডাক্তাররা হোস্টেল ছেড়ে দিন। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন পরিষেবা চালু না করলে কড়া পদক্ষেপ নেবে সরকার, পরিষেবা দিতেই হবে যে কোনও মূল্যে । মমতা বন্দ্যোপাধ্যয়ের আরও হুমকি, 'যত নেতা আছে ধরে নিয়ে আসুন। আমি  নড়ব না। আন্দোলনকারীদের তালিকা আমাদের কাছে রয়েছে। আমরা রিভিউ করে দেখব।' গোটা ঘটনাকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে। রাজ্য সরকার পরিবাহ মুখোপাধ্যায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আক্রান্তর পাশে দাঁড়িয়েছে সরকার। তারপর কীসের আন্দোলন। আবশ্যিক পরিষেবা দিতেই হবে।  মমতা বন্দোপাধ্যয় এদিন আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, '২৫ লক্ষ টাকা দিয়ে পড়াব, তার পরে বন্ড চলে যাবে তা হবে না। এরা জুনিয়র ডাক্তার নয়।' আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশকেও ব্যবস্থা নিতেও বলেন মমতা। 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর