মমতা বলেছিলেন সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে সেপ্টেম্বরে, এবার মুখ্যমন্ত্রীর গলায় অন্য় সুর

  •  সেপ্টেম্বরের ২৫ তারিখের মধ্য়ে রাজ্য়ে নিয়ন্ত্রণে আসবে করোনা 
  • টেস্টিং, ট্র্যাকিং, ট্রেসিংয়ের মাধ্যমে অনেকটাই স্বস্তি পাবে রাজ্য়বাসী
  • পরিসংখ্যান বলছে রাজ্য়ে থামার নাম নিচ্ছে না করোনা  সংক্রমণ
  •  অক্টোবরে মুখ্যমন্ত্রী মেনে নিলেন, বাংলায় গোষ্ঠী সংক্রমণ ভয়ংকর রূপ নিয়েছে

মুখ্যমন্ত্রী আশা করেছিলেন সেপ্টেম্বরের ২৫ তারিখের মধ্য়ে রাজ্য়ে নিয়ন্ত্রণে আসবে করোনা পরিস্থিতি। টেস্টিং, ট্র্যাকিং, ট্রেসিংয়ের মাধ্যমে অনেকটাই স্বস্তি পাবে রাজ্য়বাসী। কিন্তু কোথায় কী, পরিসংখ্যান বলছে রাজ্য়ে থামার নাম নিচ্ছে না করোনা  সংক্রমণ। অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মেনে নিলেন, বাংলায় গোষ্ঠী সংক্রমণ ভয়ংকর রূপ নিয়েছে। 
পরিসংখ্যান বলছে, রাজ্য়ে ফের একদিনে মৃত্যু হয়েছে  ৬২ জনের।  গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩,৩৪০ জন৷ রাজ্য়ের করোনা বুলেটিন অনুযায়ী,শনিবার বাংলায় করোনা নিয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৫৩ জন৷ সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা ৫ ১৩২ জন৷ একদিনে যে ৬২ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে কলকাতারই রয়েছেন ১৩ জন৷ এছাড়াও উত্তর ২৪ পরগনার রয়েছেন ১৯ জন৷ পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার ৩ জন, হাওড়ার ৬,হুগলির ৩ ও পশ্চিম বর্ধমানে মারা গিয়ছেন ২ জন৷

একই পরিস্থিতি পূর্ব মেদিনীপুরের। সেখানে করোনা নিয়ে মারা গিয়েছেন ৩ জন৷ পশ্চিম মেদিনীপুরে এই সংখ্যাটা ৬, পুরুলিয়ায় ১, মুর্শিদাবাদে ১, উত্তর দিনাজপুরে ১ জনের৷ এছাড়াও জলপাইগুড়িতে করোনা নিয়ে প্রাণ হারিয়েছেন  ১, দার্জিলিংয়ে ১, কোচবিহারে ১, আলিপুরদুয়ারেও ১ জন৷ পরিস্থিতি বলছে, দুর্গাপুজোর মুখে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের সংখ্যা। এছাড়াও অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৷

Latest Videos

গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বেড়েছে ২৬৫ জন৷ করোনা বুলেটিনের তথ্য বলছে, ২৭, ১৩০ জন৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৩৪০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৩,৩১০ জন৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্ত ২,৬৬,৯৭৪ জন৷ তবে বেড়েছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। 
 
পরিসংখ্য়ান বলছে,রাজ্য়ে একদিনে ৪১,১২৮ টি নমুনা টেস্ট হয়েছে৷ শুক্রবার যে সংখ্যাটা ছিল ৪৩,২৮২ টি৷ এই মূহুর্তে বাংলায় মোট টেস্টের সংখ্যা ৩৩, ৫৫,৭২৬ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,২৮৬ জন৷

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
PM Modi Live : প্রধানমন্ত্রী মোদীর বড় ঘোষণা! সরাসরি দেখুন
WB By Election Result: Naihati-তে সবুজ ঝড়! এক ধাক্কায় এগিয়ে TMC! উল্লাসের আমেজ গোটা এলাকায়
ভোটে জিততেই RG Kar সাজানো ঘটনা বলছেন তৃণমূল, একহাত নিলেন Adhir Ranjan Chowdhury
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)