সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি মমতার, আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেওয়ার পরে কী বললেন মুখ্য়মন্ত্রী

swaralipi dasgupta |  
Published : Jun 13, 2019, 04:35 PM ISTUpdated : Jun 13, 2019, 04:42 PM IST
সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি মমতার, আন্দোলনকারীদের হুঁশিয়ারি দেওয়ার পরে কী বললেন মুখ্য়মন্ত্রী

সংক্ষিপ্ত

এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হুমকি দেওয়ার পরে সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা খোলা চিঠিতে লেখেন, দরিদ্র ও ও প্রত্যন্ত এলাকা থেকে বহু মানুষ  আসেন চিকিৎসা করাতে তাঁদের ঠিক মতো চিকিৎসা করলে সম্মানিত বোধ করব 

এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসকদের হুমকি দেওয়ার পরে সিনিয়র ডাক্তারদের খোলা চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

মমতা খোলা চিঠিতে লেখেন, দরিদ্র ও ও প্রত্যন্ত এলাকা থেকে বহু মানুষ  আসেন চিকিৎসা করাতে। তাঁদের ঠিক মতো চিকিৎসা করলে সম্মানিত বোধ করব। 

নিজে হাতে লেখা এই চিঠিতে মমতা রোগীদের চিকিৎসার ব্যাপারে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন। 

প্রসঙ্গত, আজ সকালে এসএসকেএম-এ গিয়ে চিকিৎসকদের উদ্দেশে মমতা বলেন, আন্দোলন না উঠলে কড়া ব্য়বস্থা নেবেন আইন মেনে। মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পরেই সাগরদত্ত হাসপাতালের ৮ চিকিৎসক গণ ইস্তফা দিয়েছেন। তাঁরা নিজেদের সার্টিফিকেটগুলিও আইএমএ-তে জমা দিয়ে দেবেন বলে জানিয়েছেন। 

 

 

মমতা এদিন বলেন, রোগী হাসপাতালেই যায়। ঘটনা ঘটলে ছুটতেই হবে। দমকল, সেনা, ডাক্তারকে যেতেই হবে। আন্দোলন আমি অনেক করেছি। দেখেছি অনেক জুতো পরেও ঘুমোন. কেননা সেবার কাজ। ঘটনাটাকে আমরা সমর্থন করি না। পুলিশকেও তো মানুষ ইঁট মেরেছে। সেটাও তো উচিত না। হাসপাতালে আমি অলরেডি পুলিশ বসিয়েছিলাম। আবারও পুলিশকে বসতে হবে। এই ঘটনায় চন্দ্রিমা বারবার উদ্যোগ নিয়েছে। পরিবাহর পরিবারকে বললাম আর্থিক দায়িত্ব নিয়েছি। ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছি, ওঁরা আমাদের সঙ্গে কথা বলেনি। কী ঔদ্ধত্য। এদের পেছনে আমি পঁচিশ লক্ষ টাকা খরচ করেছি। তার পরেও এরা চলে যায়।

PREV
click me!

Recommended Stories

শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের ৩০০০ অভিযোগ! আদালতে রিপোর্ট দিল CBI
বাংলায় সপ্তম বেতন কমিশন এই ডিসেম্বরেই? ২৬-এর ভোটের আগে বেশ বেকায়দায় নবান্ন