অভিজিতের নোবেল জয়ে 'আত্মহারা' মমতা

  • বাঙালি সন্তানের নোবেল জয়ে উচ্ছ্বসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী
  •  টুইট করে মমতা বলেছেন আরও এক বাঙালি দেশকে গর্বিত করল
  •  আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি 

আজ যেন বাঙালির দিন। সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আরও একটা বড় খবর এল বিকেলে। ২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি সন্তান। নাম অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।

বাঙালি সন্তানের নোবেল জয়ে উচ্ছ্বসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইট করে মমতা বলেছেন,আরও এক বাঙালি দেশকে গর্বিত করল।  আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। জয় হিন্দ , জয় বাংলা । 

Latest Videos

 

 

অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের অতীত বলছে,কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকেই পড়াশোনা করেছেন তিনি। পরে কলেজ জীবন কেটেছে প্রেসিডেন্সিতে। ১৯৯৮ সালে অমর্ত্য় সেন, ২০০৬সালে মহম্মদ ইউনুসের পর তৃতীয় বাঙালি সন্তান হিসাবে নোবেল পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বামীর সঙ্গে নোবেল পেয়েছেন অভিজিতের স্ত্রী এস্থের ডাফলো।  


 

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
উত্তর ব্যারাকপুরে শোকের ছায়া! নিজের বাড়ির ছাদ থেকেই পাওয়া গেল নিথর দেহ | North 24 Parganas News
গোপন অভিযান চালিয়ে হতবাক পুলিশ! এ কী উদ্ধার হলো নদীয়া থেকে, দেখুন | Nadia News Today
রাতে কি ঘটেছিল! দেহের পাশ থেকে মিলেছে...পরিবারের গুরুতর অভিযোগ! | Krishnanagar | Shantipur