আজ যেন বাঙালির দিন। সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আরও একটা বড় খবর এল বিকেলে। ২০১৯ সালের অর্থনীতিতে নোবেল পেলেন এক বাঙালি সন্তান। নাম অভিজিৎ বন্দ্য়োপাধ্যায়।
বাঙালি সন্তানের নোবেল জয়ে উচ্ছ্বসিত রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। টুইট করে মমতা বলেছেন,আরও এক বাঙালি দেশকে গর্বিত করল। আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি। জয় হিন্দ , জয় বাংলা ।
অভিজিৎ বন্দ্য়োপাধ্য়ায়ের অতীত বলছে,কলকাতার সাউথ পয়েন্ট স্কুল থেকেই পড়াশোনা করেছেন তিনি। পরে কলেজ জীবন কেটেছে প্রেসিডেন্সিতে। ১৯৯৮ সালে অমর্ত্য় সেন, ২০০৬সালে মহম্মদ ইউনুসের পর তৃতীয় বাঙালি সন্তান হিসাবে নোবেল পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বামীর সঙ্গে নোবেল পেয়েছেন অভিজিতের স্ত্রী এস্থের ডাফলো।