ফের শহরে অগ্নিকাণ্ড, এবার আগুন লাগল ৩২ নম্বর ওয়ার্ডের একটি বস্তিতে

  • শীত পড়তে না পড়তেই ঘটল বিপত্তি
  • ফের অগ্নিকান্ড কলকাতায়
  • আগুন লাগল ৩২ নম্বর ওয়ার্ডের বস্তিতে
  • ঘটনাস্থলে পৌঁছেছে দমকল
     

Asianet News Bangla | Published : Nov 8, 2020 4:16 PM IST

শীত পড়তে না পড়তেই ফের অগ্নিকান্ড শহরে। এবার আগুন লাগল কলকাতার পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের এক বস্তিতে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলবাহিনী।

আরও পড়ুন: বুধবার থেকে হাওড়া ও শিয়ালদহ সেকশনে কতগুলি করে লোকাল ট্রেন, সংখ্যা প্রকাশ করে দিল রেল

তখনও শীতের আমেজ আসেনি। সাত সেপ্টেম্বর, ভোররাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে কলকাতার নারকেলডাঙার ছাগলপট্টি বস্তিতে। ভষ্মীভূত হয়ে যায় ৫০টি ঝুপড়ি। কীভাবে আগুন লাগল? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভোরে পাঁচটা নাগাদ প্রথমে এলাকার একটি ট্রান্সফর্মার ফেটে যায়। এরপরই চোখের নিমেষে আগুন ছড়িয়ে পড়ে বস্তিতে। পুড়তে থাকে একের এক ঝুপড়ি। লকডাউনের বাজারে বাড়িতে চাল সংগ্রহ করে রেখেছিলেন অনেকেই। কেউ কেউ মেয়ের জন্য় জমানো টাকায় কিনেছিলেন জিনিষপত্রও।  আগুনের গ্রাসে চলে যায়। খবর ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কিন্তু দমকলকর্মী যখন আগুন নিয়ন্ত্রণে আনেন, ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ৫০টি বস্তিতে।  সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগল কলকাতার আরও একটি বস্তিতে।

Share this article
click me!