বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক দোকান

Published : Apr 11, 2020, 11:48 PM ISTUpdated : Apr 12, 2020, 12:20 AM IST
বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী  আগুন, পুড়ে ছাই একাধিক দোকান

সংক্ষিপ্ত

  বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন  আগুনে ভস্মীভূত  ৫টি দোকান  দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে  কোথা থেকে ভয়াবহ আগুন চিন্তায় ব্য়বসায়ীরা  

বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত  ৫টি দোকান। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ।

লকডাউনের মধ্যেই বাগুইআটি ফলের বাজারে বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। জানা গিয়েছে, বাজারের ১০ টা দোকানে এই মুহূর্তে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা।

রাত সাড়ে ১০ টা নাগাদ আগুন লাগার খবর পেয়েই দোকানদাররা রাস্তায় বেরিয়ে এসেছে। ঘটনাস্থলে প্রচুর ব্যবসায়ী এবং সাধারন মানুষ জমায়েত করেছে এবং পুলিশ মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার ঘোষণা করছে। আগুন লাগার প্রকৃত কারন জানা যাইনি। তবে শর্ট সার্কিটে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকল ও পুলিশের।

অন্য়দিকে, এদিনই শহরের বুকে আগুন লাগে উল্টোডাঙা মেইন রোডের একটি হোটেলের দোকানে। আগুনের করাল গ্রাস ভশ্মীভূত করে দেয় প্রায় দশটি দোকান। ঘটনাস্থলে দশটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে পৌঁছন প্রশাসনিক কর্তারা। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে,পরে আগুন পুরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল।

PREV
click me!

Recommended Stories

Lakshmir Bhandar: নতুন বছরে লক্ষ্মীর ভাণ্ডারে ডবল টাকা বাড়ানোর সিদ্ধান্ত? নয়া আপডেট
বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?