বর্ষশেষের রাতে বিগ্রহের চোখ উপড়ে নিল চোরেরা, ৪০০ বছরের মন্দিরে মায়ের গয়না চুরি ঠাকুরপুকুরে

  • বর্ষশেষের রাতে বড়সড় চুরি মাসের মন্দিরে  
  • বিগ্রহের চোখ উপড়ে নেওয়া হয়েছে 
  • সোনার অলংকার  চুরি করে নিয়েছে চোরেরা 
  • খবর পেয়েই তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ 

বর্ষশেষের রাতে বড়সড় চুরি মায়ের মন্দিরে। নতুন বছরের প্রথম দিনে মনখারাপ এলাকার বাসিন্দদের । ৪০০ বছর পুরনো বরিশা শ্মশান কালীতলা মন্দিরের ভিতরে ঢুকে দেখে বিগ্রহের চোখ উপড়ে নেওয়া হয়েছে।সোনার অলংকার  চুরি করে নিয়েছে চোরেরা। খবর পেয়েই তদন্তে ঠাকুরপুকুর থানার পুলিশ।


বছরের প্রথম দিনে এলাকার মানুষ ঘুম থেকে উঠেই দেখে তাঁদের এলাকার ৪০০ বছর পুরনো বরিশা শ্মশান কালীতলা মন্দিরের দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখে বিগ্রহের চোখ উপড়ে নেওয়া হয়েছে। মায়ের আরও বেশ কিছু সোনার অলংকার  চুরি করে নিয়েছে চোরেরা। সব মিলিয়ে লক্ষ্যধিক টাকার অলংকার চুরি গেছে। বছরের প্রথম দিনে  এমন দৃশ্য দেখে স্থানীয় লোকেরা খুবই হতাশ। তাদের বক্তব্য এই মন্দিরের উপর তাদের আস্থা, ভরসা, নিষ্ঠা অনেকটাই বেশি। কিন্তু সেখানে এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা কারা ঘটালো  তারা বুঝে উঠতে পারছেনা। 

Latest Videos

ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানা খবর দেওয়া হয়েছে। কী করে এত বড় চুরি হল, মন্দির এলাকার কেউ এই বিষয়ে কোনও হদিশ দিতে পারে কিনা, সব খতিয়ে দেখতে তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। তবে এহেন ঘটনাই জ্বলজ্যান্ত প্রমাণ যে, অপরাধ এটুকুও কমেনি শহর কলকাতায়। 

Share this article
click me!

Latest Videos

কল্পতরু উৎসবে Dakshineswar-এ উপচে পড়া শরণার্থীদের ভিড়! জোরালো হয়েছে পুলিশি নিরাপত্তা
বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা Chinsurah | Hooghly News Today
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
সামান্য একটা বচসার জন্য এইরকম পরিণতি কেউ ভাবতেই পারেনি! শোকের ছায়া গোটা এলাকায় | Hooghly News Today
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari