TET এর বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ, উপহার হয়ে আসছে ২০২১

Published : Dec 31, 2020, 05:36 PM ISTUpdated : Dec 31, 2020, 05:40 PM IST
TET এর বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ, উপহার হয়ে আসছে ২০২১

সংক্ষিপ্ত

  টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি করল শিক্ষা সংসদ  মোট বরাদ্দ সময় দেওয়া হবে ২ ঘন্টা ৩০ মিনিট   ইন্টারভিউ শেষে দ্রুত নিয়োগ প্যানেল তৈরি হবে     ২০১৭এর পরের আবেদনকারীরা সুযোগ পাবেন   

টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি সংসদের। বৃহস্পতিবার বছরের শেষ দিনে টেট নিয়ে বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। ২০২১ এর ৩১ জানুয়ারি বেলা ১ টায় শুরু হবে পরীক্ষা। সাড়ে তিনটেয় শেষ হবে। মোট বরাদ্দ সময় ২ ঘন্টা ৩০ মিনিট। তবে কোভিডে যাবতীয় বিধি মেনেই পরীক্ষা হবে।

আরও পড়ুন, বেকারত্বে দেশের মধ্যে ছয়ে বাংলা, ভোটের মুখে রিপোর্ট বেরোতেই অস্বস্তিতে তৃণমূল

 

 


সূত্রের খবর,  নতুন বছরে  আড়াই লক্ষেরও বেশি পরীক্ষায় বসবেন। শূন্যপদ ১৬ হাজার ৫০০। টেট উত্তীর্ণদের ক্ষেত্রে ইন্টারভিউ হবে আগামী জানুয়ারি মাসের ১০ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত। ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পরেই দ্রুততার সঙ্গেই নিয়োগ প্যানেল তৈরি হবে। সংশ্লিষ্ট বিভাগগুলির আধিকারিকদের সচেষ্ট থাকতে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। টেট দিতে গিয়ে যাতে পরীক্ষার্থীদের যাতে কোনও কষ্ট না হয় সে জন্য সতর্ক রাজ্য সরকার।

 

আরও পড়ুন, জন্মদিনের পার্টি থেকে বন্ধুর গাড়িতে ফেরাই কাল হল , মুখ খুললেন যাদবপুরের নির্যাতিতা

 

 


 ২০১৭ সালের পর বিজ্ঞপ্তির পর যারা আবেদন করেছিলেন, তাঁরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। মোট আড়াই লক্ষ আবেদনকারী রয়েছেন যারা এই প্রাথমিক টেট দেবেন। পরীক্ষা কীভাবে হবে তার বিস্তারিত গাইডলাইন তৈরি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।


 

PREV
click me!

Recommended Stories

কেন 'সাদা পাতায় পদত্যাগ' পত্র অরূপ বিশ্বাসের? ভাইরাল চিঠি নিয়ে ৩টি প্রশ্ন নেটিজেনদের
BIG BREAKING: মেসি কাণ্ডের পর ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ অরূপ বিশ্বাসের! মমতা কী বললেন?