রাতের কলকাতায় গাড়িতে তুলে গণধর্ষণ, ফিরল পার্ক স্ট্রিটের স্মৃতি

Published : Nov 13, 2019, 12:40 PM ISTUpdated : Nov 13, 2019, 01:35 PM IST
রাতের কলকাতায় গাড়িতে তুলে  গণধর্ষণ, ফিরল পার্ক স্ট্রিটের স্মৃতি

সংক্ষিপ্ত

ফের শহরে যৌন নিগ্রহের শিকার হলেন মহিলা  ধর্ষকদের নির্যাতনের শিকার হলেন এক মানসিক রোগী ঘটনাটি ঘটেছে , সোমবার রাতে পঞ্চসায়র এলাকায়  চলন্ত গাড়িতেই নারকীয় অত্যাচার চালানো হয়

ফের পার্কস্ট্রিটের গণধর্ষণের স্মৃতি ফিরল কলকাতায়। গাড়িতে তুলে রাতভর গণধর্ষণের পর মহিলাকে ফেলে দেওয়া হল সোনারপুরের রাস্তায়। পঞ্চসায়রের এই ঘটনায় ফের মহানগরের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

ফের শহরে যৌন নিগ্রহের শিকার হলেন মহিলা। ধর্ষকদের নির্যাতনের শিকার হলেন এক মানসিক রোগী।  ঘটনাটি ঘটেছে , সোমবার রাতে পঞ্চসায়র এলাকায়। সূ্ত্রের খবর,সোমবার রাত তিনটে নাগাদ বছর পঁয়ত্রিশের ওই মহিলা পঞ্চসায়রের এক হোম থেকে তালা ভেঙে বেরিয়ে যায়। সেই সময় পিয়ারলেসের কাছে অন্ধকার রাস্তায় একটি সাদা গাড়ি দাঁড়িয়ে ছিল।  কিছু বুঝে  ওঠার আগেই মহিলাকে তুলে নিয়ে পালিয়ে যায় ওই গাড়ি।  চলন্ত গাড়িতেই নারকীয় অত্যাচার চালানো হয়।  অভিযোগ, শারীরিক অত্যাচারের পাশাপাশি ব্যাপক মারধরও করা হয় ওই মহিলাকে। 

মঙ্গলবার সকালে গাড়ি থামিয়ে সোনারপুর স্টেশন এর কাছে ঠেলে ফেলে দেওয়া হয় মহিলাকে।  পরে ধাতস্ত হয়ে সোনারপুর স্টেশন এ যান।  কিছু মহিলার সাহায্যে গড়িয়াহাটে আত্মীয়ের বাড়িতে পৌঁছন। সেখান থেকেই বেহালায় দিদিকে বিষয়টি জানান। পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী,  গাড়িতে বার বার ফিরোজ নামের একটি ছেলের নাম শোনেন ওই মহিলা। তিনি জানান, প্রথমে একটি খাল পাড়ে নিয়ে গিয়ে একজন ধর্ষণ করে তাঁকে। পরে ড্রাইভার সিটে বসা ব্যক্তি তাঁকে গাড়িতে তুলে নিয়ে ফের ধর্ষণ করে।  পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। হোম ও রাস্তার সিসিটিভ ফুটেজ সংগ্রহ করেছে।  এখনও এই ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের