কলকাতার আকাশে টাকার বৃষ্টি, পড়ল ৫০০, ২০০০-এর নোট

Published : Nov 20, 2019, 06:10 PM IST
কলকাতার  আকাশে টাকার বৃষ্টি, পড়ল ৫০০, ২০০০-এর নোট

সংক্ষিপ্ত

কলকাতার আকাশে টাকার বৃষ্টির সাক্ষী থাকল মানুষ বেন্টিঙ্ক স্ট্রিটের বহুতল থেকে পড়ল ৫০০,২০০০-এর নোট  দুপুর আড়াইটের সময় এই ঘটনা ঘটেছে  টাকা কুড়োতে হুটোপুটি লেগে গেল মানুষের মধ্যে

কলকাতার আকাশে টাকার বৃষ্টির সাক্ষী থাকল মানুষ। বেন্টিঙ্ক স্ট্রিটের বহুতল থেকে একাধারে পড়তে দেখা গেল ৫০০ টাকা ছাড়াও ২০০০-এর নোট। দুপুর আড়াইটের সময় এই ঘটনা ঘটে। টাকা কুড়োতে হুটোপুটি লেগে গেল মানুষের মধ্যে। পরে ওপরে তাকিয়ে অনেকেই দেখতে পান, কেউ জানালা দিয়ে টাকা ফেলে দিচ্ছেন। সূত্রের খবর, ২৭ নম্বর বেন্টিঙ্ক স্ট্রিটের ওই বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা।

অতর্কিত হানায় টাকা জানালা দিয়ে ফেলতে শুরু করেন মালিক। নোট ছাড়াও পড়তে দেখা যায় ২০০০ টাকার বান্ডিল। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছে বহুতলের রক্ষীরা। তাঁরা এ বিষয়ে তাঁদের জিজ্ঞাসা করা হলে কেউ কিছু জানেন না বলেন তারা। যদিও ছবিতে  বিল্ডিংয়ের নিরাপত্তারক্ষীদের সামনেই টাকা পড়তে দেখা যায়। সম্ভবত পাঁচতলা থেকে টাকা ফেলা হয়েছে। 

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?