ফের টাকার হদিশ অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে, আনা হল টাকা গোনার মেশিন

বুধবার দুপুর থেকেই তল্লাশি চালানো শুরু হয় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে। এই তল্লাশির পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায় যে, অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ মিলেছে। তবে, কত টাকা, সেই সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।

টালিগঞ্জের পর এবার বেলঘরিয়া। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাট থেকে মিলল ফের টাকা। অর্পিতার বেলঘরিয়ার রথতলার ক্লাব টাউনের ফ্ল্যাট থেকে টাকা মিলেছে বলে খবর। বুধবার দুপুর থেকেই তল্লাশি চালানো শুরু হয় অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে। এই তল্লাশির পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায় যে, অর্পিতার ফ্ল্যাটে টাকার হদিশ মিলেছে। তবে, কত টাকা, সেই সংখ্যাটা এখনও পরিষ্কার নয়।

সূত্রের খবর এবার টাকা গোনার মেশিন নিয়ে আসছেন ইডির আধিকারিকরা। টাকা গোনার জন্য ৫ ব্যাঙ্ককর্মী আনছে ইডি। আনা হয়েছে টাকা গোনার আধুনিক মেশিন। প্রতি ৩ সেকেন্ডে ১০০ নোট গুনতে পারে এই মেশিন। সূত্রের খবর, ৮ বালিগঞ্জ প্লেস ইস্টেও লকার খোলার চেষ্টা করছে ইডি। বুধবার সকালে এই আবাসনে অর্পিতার দুটি ফ্ল্যাটে ইডির আধিকারিকেরা তল্লাশি চালাতে শুরু করেন। ইডি আধিকারিকদের ১২ জনের সদস্য, চারটে গাড়ি ও কেন্দ্রীয় বাহিনি নিয়ে ইডি হানা দেয় অর্পিতার ফ্ল্যাটে। 

Latest Videos

গত ২২ জুলাই পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশি অভিযানে ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২১ কোটির বেশি নগদ টাকা, লক্ষাধিক টাকার সোনার গয়না, ৫৪ লাখ টাকার বিদেশি মুদ্রা। এরপরই গ্রেফতার করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে।

এসএসসি দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী ও বর্তমান শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিকা মুখোপাধ্যায়তে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রায়ের পর সোমবার রাতেই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে নিয়ে আসা হয়েছে অর্পিতাকে। আর মঙ্গলবার সকালে ভুবনেশ্বরের এইমস থেকে মেডিক্যাল টেস্টের পর কলকাতা ফিরেছেন পার্থ চট্টোপাধ্য়ায়। তাকেও নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে। সাত তলায় সেখানে ইড হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়কে রাখা হয়েছে বলে সূত্রের খবর। মঙ্গলবার এই মামলায় দুজনেক জেরার পর আরও একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারেই বলে খবর ইডি সূত্রে।

১০ দিনের হেফাজতে পাওয়ার পর কীভাবে ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করা হবে তার একটি ব্লু প্রিন্ট রেডি করে ফেলেছে কেন্দ্রী. তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মঙ্গলবার সকালে  পার্থ ও অর্পিতাকে প্রথমে আলাদা জিজ্ঞাসাবাদ করবেন ইডির অফিসারের। ইডি সূত্রের খবর প্রশ্নের তালিকাও তৈরি করা হয়েছে। এত টাকা উৎস, এত সম্পত্তি কথা থেকে এল, পার্থ ও অর্পিতার মধ্যে সম্পর্ক, এ চক্রে আরও কেউ রয়েছে কিনা, হাওয়ালার মাধ্যমে বিদেশী টাকা পাচার হয়েছে কিনা এই ধরনে একগুচ্ছ প্রশ্নের মুখোমখু হতে হবে পার্থ চট্টোপাধ্যা ও অর্পিতা মুখোপাধ্যায়কে। ইডি সূত্রে এখনও পর্যন্ত যা খবর তাতে মঙ্গলবার প্রথমে পার্থ চট্টোপাধ্যায় ও পরে অর্পিতা মুখোপাধ্যায়রে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |