'এক মাঘে শীত যায় না', রাজ্যপালকে এবার কড়া হুঁশিয়ারি সাংসদ কাকলি ঘোষদস্তিদারের

  • নবান্ন-রাজভবন সংঘাত অব্যাহত
  • 'এক মাঘে শীত যায় না'
  • রাজ্যপালকে হুঁশিয়ারি এবার তৃণমূল সাংসদের
  • একহাত নিলেন বিজেপিকেও

এক মাঘে শীত যায় না। রাজ্যপালকে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কথা তৃণমূল মুখপাত্র কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে রাজ্যপালকে হুঁশিয়ারি দিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন,'পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজভবনকে অপমান করছেন। রাজ্যপালের বিজেপি রাজ্য সভাপতি হওয়া উচিত।'এ কইসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার জানিয়েছেন, 'দেশে যত রাজ্যপাল এসেছেন, তার মধ্যে সবথেকে বড় মিথ্যাবাদী বর্তমান রাজ্যপাল।'  প্রসঙ্গত এদিন সকালেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রাজ্যের মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন কাকলি ঘোষ দস্তিদার। 

আরও পড়ুন: একুশের নির্বাচনে বাম-কংগ্রেস জোট, ভোটব্যাঙ্কে সুবিধা দেখছে তৃণমূল-বিজেপি শিবির

Latest Videos

এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যে মহিলা নিরাপত্তা কতটা বৃদ্ধি পেয়েছে সেই প্রসঙ্গেও পরিসংখ্যান তুলে ধরেন কাকলি ঘোষ দস্তিদার। বলেন, নিরাপত্তা, নারীশিক্ষা মহিলা ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে তিনি বলেন, 'বিজেপি সরকার আসার পর থেকে মহিলা এবং দলিতদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে।' কেবল তাই নয় শ্রমজীবী মানুষের রোজগার কমে যাওয়ার প্রসঙ্গ টেনে এনে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেছেন, 'কৃষকদের রোজগার গোটা দেশে যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী ২০২৮ সালের মধ্যে কেন্দ্রের লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না।' এ প্রসঙ্গে বর্তমান কেন্দ্রীয় শাসক দল বিজেপিকে পরিকল্পনাহীন, মিথ্যাবাদী একটা রাজনৈতিক দল বলে কটাক্ষ করেছেন কাকলি ঘোষ দস্তিদার।

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts