হাজিরা না দিয়ে সময় চাইলেন মুকুল, দেরিতে নারাজ সিবিআই

Published : Sep 27, 2019, 12:38 PM IST
হাজিরা না দিয়ে সময় চাইলেন মুকুল, দেরিতে নারাজ সিবিআই

সংক্ষিপ্ত

সিবিআই দফতরে এলেন না মুকুল রায় প্রতিনিধি পাঠিয়ে সময় চাইলেন বিজেপি নেতা নারদা কাণ্ডে তলব করেছিল সিবিআই বাড়তি সময় দিতে নারাজ সিবিআই

নোটিশ পেয়েও শেষ মুহূর্তে সিবিআই দফতরে এলেন না বিজেপি নেতা মুকুল রায়। উল্টে সল্টলেকের নিজাম প্যালেসে পাঠালেন তাঁর প্রতিনিধিকে। সূত্রের খবর, হাজিরা দেওয়ার জন্য সিবিআই-এর কাছে কয়েকদিন সময় চেয়েছেন মুকুল রায়। 

বৃহস্পতিবারই নারদা কাণ্ডে আইপিএস অফিসার এস এম এইচ মির্জাকে গ্রেফতার  করে সিবিআই। রাতেই বিজেপি নেতা মুকুল রায়কে শুক্রবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সিবিআই। সিবিআই সূত্রে জানা যায়, ধৃত পুলিশকর্তার মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা ছিল মুকুলকে। 

কিন্তু এ দিন সকালেই হাজিরা দেওয়ার কথা থাকলেও নিজাম প্যালেসে আসেননি মুকুল। বরং তাঁর চিঠি নিয়ে নিজাম প্যালেসে আসেন তাঁর প্রতিনিধি। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকায় তিনি আসতে পারছেন না বলে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানান বিজেপি নেতা। হাজিরা দেওয়ার জন্য তিনি কয়েকদিন সময় চেয়েছেন বলে খবর। যদিও মুকুল রায়কে বাড়তি সময় দিতে নারাজ সিবিআই। মুকুলের প্রতিনিধিকে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবারই হাজিরা দিতে হবে বিজেপি নেতাকে।
 

PREV
click me!

Recommended Stories

Today live News: Messi in Kolkata - 'স্ক্যাম হয়েছে আমাদের সঙ্গে!' কেউ আবার কাঁদলেন হাউ হাউ করে, ফুটবলের মক্কায় এ কোন ছবি দেখল গোটা বিশ্ব?
বছর শেষের আগে ব্লু লাইনের যাত্রীদের জন্য সুখবর, চালু হচ্ছে বিমান বন্দর-শহিদ ক্ষুদিরাম মেট্রো পরিষেবা