দিলীপকে পাল্টা দিলেন মুকুল,যোগ্যতা মানুষ ঠিক করবে-কোনও ব্যক্তি নয়

  •  দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মুকুল রায়
  •  দলে কে বড় নেতা তা নিয়ে বাদানুবাদ জারি রইল
  • সংবাদ মাধ্য়মে কী বললেন রাজ্য় বিজেপির চানক্য ?

 

ফের দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত জিইয়ে রাখলেন মুকুল রায়। দলে কে বড় নেতা তা নিয়ে বাদানুবাদ জারি রইল সংবাদ মাধ্য়মে। কী বললেন রাজ্য় বিজেপির চানক্য ?

সম্প্রতি দিল্লি থেকে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক মাঝপথে ছেড়েই কলকাতায় ফিরে আসেন মুকুল রায়। যা নিয়ে জোর জল্পনা সৃষ্টি হয় রাজ্য় রাজনৈতিক মহলে। অনেকেই বলতে থাকেন,দলে নিজের মনের মতো জায়গা পাচ্ছেন না, তাই সরে যেতে চাইছেন মুকুল। এই জল্পনায় ঘি জোগান খোদ বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ। এ প্রসঙ্গে তিনি বলেন, যোগ্যতার নিরিখে নেতার গুরুত্ব ঠিক হয়। সেটা প্রমাণ করতে হয়। 

Latest Videos

রবিবার রাজ্য় বিজেপির কান্ডারির সেই মন্তব্য়ের জবাব দেন মুকুল। তিনি বলেন,উনি একদম ঠিক বলেছেন। এটাই বাস্তব কথা। তবে যোগ্য়তা মানুষ ঠিক করে, কোনও ব্যক্তি নয়। বিজেপিতে নরেন্দ্র মোদী , অমিত শাহ কী কাজ করেছে তা মানুষ দেখেছে তাই আস্থা রেখেছে। 

সম্প্রতি রাজ্য়ে ফিরে আসতেই ফের দিল্লিতে তলব করা হয়েছে মুকুল রায়কে। শোনা যাচ্ছে, সরাসরি অমিত শাহের  সঙ্গে বৈঠকে বসার জন্য় ডাকা হয়েছে মুকুলকে। প্রাক্তন তৃণমূল নেতাকে রাজধানীতে আসার জন্য় আহ্বান জানিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিকে, নিজে তৃণমূলে ফিরছেন না  বলে প্রকাশ্যেই জানিয়ে  দিয়েছেন মুকুল রায়। পাল্টা কারা এই ধরনের পরিকল্পিত গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন তিনি। বিজেপি নেতা বলেন, তদন্ত হলেই এই চক্রান্তের পিছনে কারা রয়েছেন তা পরিষ্কার হবে। দলত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি ছাড়ার কোনও প্রশ্নই নেই।  তিনি বিজেপিতে আছেন ও থাকবেন। বাকি সব অপপ্রচার।

দিল্লির রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে,দিলীপ-মুকুলের মধ্য়ে দূরত্ব ঘোচাতে নিজেই মুকুলের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। আগামী শুক্রবার হতে পারে এই বৈঠক। কদিন আগেই খবরে শোনা যায়, রাজ্য় বিজেপির সঙ্গে মুকুলের দূরত্ব পর্বে নেতার দিল্লির বাসভাবন থেকে উধাও হয়েছে মোদী-অমিত শাহের ছবি। যদিও প্রাক্তন তৃণমূল নেতা বলেন, এটা নেহাতই গুজব। দিল্লির নির্বাচনের আগে ওই পোস্টারগুলো খুলে ফেলা হয়েছে।  আদর্শ আচরণ বিধির কারণেই ওই দিল্লি মিউনিসিপ্য়াল কর্পোরেশন ওই কাজ করেছে।

শোনা যাচ্ছে, বাংলার সাফল্যের যে খতিয়ান কেন্দ্রীয় নেতারা বিজয়বর্গীয়র সামনে তুলে ধরেন তার মধ্য়ে মুকুল রায়ের  অবদান সেভাবে উল্লেখ করা হয়নি। বিষয়টি  নজরে আসতেই আর বৃহস্পতিবারের বৈঠকে তিনি যোগ দেননি। শুক্রবার ফিরে আসেন কলকাতায়। যদিও পরে জানান, চোখের ডাক্তার দেখাতেই কলকাতায় ফিরে এসেছেন তিনি।এদিকে রাজধানীতে দলে মুকুল রায়ের প্রয়োজনীয়তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বাবুল সুপ্রিয় এবং রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তও কথা বলেছেন বলে শোনা যাচ্ছে।  সূত্রের খবর, কৈলাস বিজয়বর্গীয় ফোনে মুকুলকে জানিয়েছেন,অমিত শাহ তার  সঙ্গে এ বিষয়ে কথা বলতে পারেন। তাই মুকুল যেন শুক্রবার সকালে দিল্লি পৌঁছে যান। 

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari