Fog-Flight Cancel: ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত, বাতিল হল একাধিক উড়ান

সকাল থেকে ঘন কুয়াশা ঢাকল শহর , দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত,  বেশ কিছু বিমান বাতিল হয়েছে।  

সকাল থেকে ঘন কুয়াশা (Deep Fog) ঢাকল শহর কলকাতা। দৃশ্যমানতা কম থাকার কারণে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)  বিমান চলাচল ব্যাহত। সকাল ছয়টার পর বেশ কিছু বিমান (Flight Cancel)  বাতিল করা হয়েছে। পাশাপাশি কুয়াশার জেরে হেড লাইট জ্বালিয়েও মেলেনি সুরাহা। ভিআইপি রোড, নিউটাউনের রাস্তা সহ বিভিন্ন জায়গায় যান চলাচলে (Transport) সমস্যা দেখা গিয়েছে।

Latest Videos

নিম্নচাপ কাটতেই ঘন কুয়াশায় ঢেকে গেছে শহর কলকাতার একাধিক এলাকা। বাদ পড়েনি কলকাতা বিমানবন্দর সহ আশেপাশের এলাকা। দৃশ্যমানতা প্রায় ১০০ মিটার। যে কারণে সকাল ৬ টার পর থেকে বেশ কিছু বিমান বাতিল করা হয়েছে। মূলত ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত কলকাতা বিমানবন্দরে। স্বাভাবিকভাবেই শহরে এর আগে কুয়াশার জেরে একাধিক দুর্ঘটনার খবর এসেছে। তাই কোনও ঝুঁকি না নিয়েই ভিআইপি রোড ও নিউটাউনে রাস্তায় সহ গাড়ি চলছে ধীরগতিতে। প্রসঙ্গত শহরে শীতের দেখা না মিললেও কুয়াশায় এদিন অফিস যাত্রীদের অসুবিধা হয়েছে। বিমাবন্দর এলাকায় কোন রুটের বাস আসছে, তা বোঝা দায়। কারণ ঘন কুয়াশা তাও ঢেকে গিয়েছে এদিন। এদিকে পড়ুয়া, শিক্ষার্থীরাও এদিন ভোর বেলা বেড়িয়ে ঘন কুয়াশা একটু অসুবিধার মধ্য়েই পড়েছে। অপরদিকে, বুধবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়ে হাওড়া শহর । দৃশ্যমান্যতার অভাবে হাওড়া ব্রিজ দিয়ে ধীর গতিতে চলাচল করছে গাড়ি । এছাড়াও ভোরের দিকে ঘন কুয়াশা থাকার কারণে প্রভাব পড়ে রেল পরিষেবাতেও ।

আরও পড়ুন, Weather Report: ঘন কুয়াশায় ঢাকল শহর, জাঁকিয়ে ঠান্ডা পড়ছে কবে, কী বলছে হাওয়া অফিস

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন সারাদিনই শহর কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে  দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ। কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, পরে পরিষ্কার আকাশ। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ বাংলাদেশ উপকূলে শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। আগামী তিন দিনে ৫ ডিগ্রী পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শুক্রবার এর পর স্বাভাবিক এর নিচে নামবে কলকাতার তাপমাত্রা।  শীতের আমেজ দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে। পুবালি হাওয়ার প্রভাব কমবে বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া রাজ্যে।উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বাকি জেলায় শীতের আমেজ ক্রমশ বাড়বে। শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গেও। আগামী কয়েকদিন তাপমাত্রার তারতম্যে জলীয়বাষ্প থাকায় কুয়াশা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। তাই পাহাড়ি জনপথেও ঝুঁকি বেড়েছে। বিশেষ করে চড়াই উতরাই রাস্তা ঘন কুয়াশায় ঢেকে গেলে গাড়ি চালকদেরও যথেষ্ট উদ্বেগ বেড়ে যায়। এদিকে বর্ষশেষের মাসে  শীতের আমেদের মরশুমে অনেকেই বাইরে ঘুরতে বেরিয়েছে। তাই স্বাভাবিকভাবেই সতর্কতা বজায় রেখে ধীর গতিতে গাড়ি যাতায়াত করছে এদিন রাজ্যে।

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury