রাজ্যের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বদল করা হল একাধিক জেলার জেলাশাসককে

 

  •  প্রশাসনিক ক্ষেত্রে একাধিক রদবদল ঘোষণা নবান্ন-র 
  • বেশ কয়েকটি জেলার জেলাশাসক বদল করা হয়েছে। 
  •  একাধিক দপ্তরের সচিব পদেও নিয়ে আসা হয়েছে রদবদল 
  • পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হয়েছে বিভু গোয়েলকে 
     

Asianet News Bangla | Published : Nov 3, 2020 3:14 AM IST / Updated: Nov 03 2020, 08:45 AM IST

রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে একাধিক রদবদলের কথা ঘোষণা করল নবান্ন। নবান্ন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বেশ কয়েকটি জেলার জেলাশাসক বদল করা হয়েছে একই সঙ্গে বেশ কয়েকটি দপ্তরের সচিব পদেও নিয়ে আসা হয়েছে রদবদল। 

 

 

আরও পড়ুন, 'আগুন নিয়ে খেলবেন না', জেলাশাসক-পুলিশ সুপারকে হুঁশিয়ারি রাজ্যপালের


জেলাশাসক বদল


সোমবার , রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে একাধিক রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবান্ন। বীরভূমের জেলাশাসক হয়েছেন বিজয় ভারতী। পশ্চিম বর্ধমান থেকে বীরভূমে নিয়ে আসা হয়েছে তাকে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারাকে দায়িত্ব দেওয়া হয়েছে জলপাইগুড়ির। উত্তর ২৪ পরগনা জেলাশাসক হয়েছেন সুমিত গুপ্তা। WDIDC- র এক্সিকিউটিভ ডিরেক্টর পদে ছিলেন তিনি। দার্জিলিং এর জেলা শাসক করা হয়েছে শশাঙ্ক শেঠিকে।  পূর্ব মেদিনীপুরের জেলাশাসক করা হয়েছে বিভু গোয়েলকে। 

আরও পড়ুন, 'রাজ্য সরকারের আসল রূপ সামনে আনব', বিমানবন্দরে নেমেই বিস্ফোরক কৈলাশ বিজয় বর্গীয়

 

সচিব পদে রদবদল

জেলাশাসক পরিবর্তন করার পাশাপাশি বিভিন্ন দপ্তরের সচিব পদেও রদবদল করা হয়েছে। উচ্চ শিক্ষা দপ্তরের জয়েন্ট সেক্রেটারি করা হয়েছে অভিষেক কুমার তিওয়ারিকে। প্রেসিডেন্ট ডিভিশনের কমিশনার করা হয়েছে পৃথা সরকারকে। অন্যদিকে পরিবেশ দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার এর দায়িত্ব বেড়েছে। পশ্চিমবঙ্গ ভ্যালুয়েশন বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে তাকে।

Share this article
click me!