হাঁসখালি নাবালিকার গণধর্ষণকাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, শুনানির অপেক্ষায় সারা বাংলা

নদিয়া হাঁসখালি নাবালিকার গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দুটি জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। মামলা মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

নদিয়া হাঁসখালি নাবালিকার গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। উল্লেখ্য, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে কিশোরীর প্রেমিক তথা তৃণমূল নেতার ছেলে  ব্রজগোপালকে। আটক করা হয়েছে আরও দুই জনকে। হাঁসখালিকাণ্ডে দুটি জনস্বার্থ মামলা ইতিমধ্য়েই দায়ের করা হয়েছে। ওই দুটি মামলা মঞ্জুর করলেন কলকাতা হাইকোর্টের প্রধানবিচারপতি।

পুলিশ সূত্রে খবর, ৪ এপ্রিল রাতে জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছিল ওই নাবালিকাকে। এরপর জন্মদিনে ডেকে তাকে মদ্যপান করায় ব্রজগোপাল। এরপরেই সে এবং তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে। যৌন নির্যাতন এতটাই হয়েছিল যে, নির্যাতিতার গোপনাঙ্গ থেকে ব্যাপক রক্তপাত ঘটে। রক্তে ভিজে যায় অন্তর্বাস।  রাতে এক মহিলাকে দিয়ে নাবালিকা প্রেমিকাকে বাড়ি পাঠিয়ে দেয় সে। অভিযোগ এরপরেই অসুস্থ হয়ে পড়তে শুরু করে ওই নাবালিকা।  এদিকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় ব্রজগোপাল। এরপরেই অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় ওই নাবালিকার।এদিকে নৃশংসঘটনা এখানেই শেষ হয়নি। অপরাধ ঢাকতে দেহ সৎকারে বাধ্য করে বজ্রগোপাল। তাই মাঝে কয়েকদিন কেউ কিছু জানতে পারেনি। তবে সত্য কখনও চাপা থাকে না।

Latest Videos

আরও পড়ুন, বীরভূম গণহত্যায় নাটকীয় মোড়, সিবিআই জালে মূল অভিযুক্ত লালন শেখের শ্বশুর

আরও পড়ুন, 'উত্তরপ্রদেশের ঘটনাই পুনরাবৃত্ত হচ্ছে পশ্চিমবঙ্গে', হাঁসখালি ধর্ষণকাণ্ডে সরব রুদ্র-শ্রীলেখারা

ঘটনার পরেই   শনিবার হাঁসখালি থানায় নাবালিকার পরিবারের তরফে অভিযোগে জানানো হয়। মেয়ের মৃত্যুর পরে জোর করে দাহ করে দেওয়া হয়েছে বলে ভয়াবহ অভিযোগ ওঠে। আর তাতে জড়িত ছিল ব্রজগোপাল এবং তার দলবল। এরপরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে ব্রজগোপালকে গ্রেফতারের দাবি ওঠে। রবিবার তাঁকে গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ। যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। মৃতের মা-বাবা গণধর্ষণের অভিযোগ করলেও ,এফআইআর-এ ধর্ষণের অভিযোগ করেছে হাঁসখালি থানার পুলিশ। তাঁছাড়া ৪ দিন ধরে কী করেছে হাসখালি থানার পুলিশ শেই প্রশ্নও উঠেছে। 

এবার মাটিয়া ধর্ষণকাণ্ড এবং মালদহকাণ্ডের পর নদিয়া হাঁসখালি নাবালিকার গণধর্ষণ ও মৃত্যুর ঘটনাও গড়াল কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত, মাটিয়া ধর্ষণকাণ্ডেও  সম্প্রতি যৌন রোষানলের শিকার হয়েছিল বাংলারই আরও এক নাবালিকা। আর মাস পড়তে না পড়তেই আৎও এক নৃশংস ঘটনা নদিয়ার বুকে। ইতিমধ্যেই  নদিয়া হাঁসখালি নাবালিকার গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় সোমবার সকাল থেকেই হাঁসখালিতে বিজেপির ডাকে এখানে চলছে ১২ ঘন্টার বনধ। সোমবার ওই মৃত নাবালিকার বাড়িতে যাবে আজ বাম-বিজেপি-র মহিলা প্রতিনিধি দল।

 

Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari
দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর