সংক্ষিপ্ত
নদিয়া হাঁসখালি গণধর্ষণকাণ্ডে সরব রুদ্রনীল, শ্রীলেখা, কমলেশ্বর থেকে শুরু করে শুভাপ্রসন্ন সহ শহরের বিশিষ্ট জনেরা। এই ঘটনার পর সোমবার হাঁসখালি যাচ্ছে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। হাঁসখালি বনধের ডাক দিয়েছে বিজেপি।
নদিয়া হাঁসখালি গণধর্ষণকাণ্ডে সরব রুদ্রনীল, শ্রীলেখা, কমলেশ্বর থেকে শুরু করে শুভাপ্রসন্ন সহ শহরের বিশিষ্ট জনেরা। উল্লেখ্য, ১৪ বছরের নাবালিকাকে জন্মদিনে ডেকে মদ্যপান করায় তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল। এরপরেই সে এবং তার বন্ধুরা মিলে গণধর্ষণ করে। এরপর রাতে এক মহিলাকে দিয়ে নাবালিকা প্রেমিকাকে বাড়ি পাঠিয়ে দেয় সে। এদিকে ততক্ষণে অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। নাবালিকাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয় ব্রজগোপাল। অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যু হয় ওই নাবালিকার। পৈশাচিক ঘটনা এখানেই শেষ নয়, অপরাধ ঢাকতে দেহ সৎকারে বাধ্য করে বজ্রগোপাল। ঘটনা প্রকাশ্যে আসতেই হাঁসখালি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার পর সোমবার হাঁসখালি যাচ্ছে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। হাঁসখালি বনধের ডাক দিয়েছে বিজেপি। সরব রুদ্রনীল, শ্রীলেখা, কমলেশ্বর থেকে শুরু করে শুভাপ্রসন্ন সহ শহরের বিশিষ্ট জনেরাও।
উত্তরপ্রদেশের ঘটনাই পুনরাবৃত্ত হচ্ছে পশ্চিমবঙ্গে-কমলেশ্বর মুখোপাধ্যায়
ফিল্মমেকার কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, 'ক্ষমতায় থাকা দলের পোষা দুষ্কৃতিদের উপর তাঁদের আর কোনও নিয়ন্ত্রন নেই। প্রশাসনেরও নিয়ন্ত্রণ নেই।' তিনি আরও বলেন, 'আমি এককালে দেখেছিলাম পুলিশকে ফাইল মাথায় করে টেবিলের তলায় লুকিয়ে থাকতে হচ্ছে। পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না।উত্তরপ্রদেশের উন্নাওতে বা হাথরসে যে ধরনের ঘটনা ঘটতে দেখেছি, সেগুলিরই পুনরাবৃত্ত হচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা একসময় এটা বারবার বলতে শুনেছি, এটা ছোট ঘটনা, সাজানো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু পর পর যখন কোনও ঘটনা ঘটে যায়, তখন তার পিছনে কোনও যোগসূত্রও রয়েছে। একছত্র ক্ষমতা থেকে উঠে আসা ব্যাভিচার এখন নিয়ন্ত্রন ছাড়িয়েছে। এর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনও রাস্তা নেই।'
আরও পড়ুন, নদিয়ায় নাবালিকাকে গণধর্ষণ করে জোর করে দাহ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে
পুলিশ এখানে ঠুঁটো জগন্নাথ-রুদ্রনীল ঘোষ
অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, 'অন্য রাজ্যের ছোট ঘটনাকে বড় করে দেখিয়ে নিজের রাজ্যের ঘটনাকে চাপা দেওয়া যাবে না। পশ্চিমবঙ্গে শাসকদলের ঘনিষ্ঠ লোকজনের আস্ফালন নিয়ে নতুন করে কিছু বলার নেই। অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা। ফের পুলিশি নিষ্ক্রয়তা দেখা গেল। পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এই বিষয়টা দেখবেন। তবে পুলিশ এখানে ঠুঁটো জগন্নাথ। এখন শাসকদলের লোকজনের ইচ্ছেপূরণ না করতে পারলে জীবন-জীবিকা দুটোই শেষ হয়ে যাবে। বিরোধীরা প্রতিবাদ করলেই তাঁদের চুর করিয়ে দেওয়া হচ্ছে। পুরো মগের মুলুক চলছে। '
আরও পড়ুন, বীরভূম গণহত্যায় নাটকীয় মোড়, সিবিআই জালে মূল অভিযুক্ত লালন শেখের শ্বশুর
দৌপদির যুগেও মেয়েরা হেনস্তা হয়েছে, এখনও হচ্ছে-শ্রীলেখা মিত্র
ঘটনার তীব্র নিন্দা করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন,' এই ঘটনা সামনে এসেছে, তাই সকলে জানতে পারছেন। এমন কত ঘটনা রয়েছে, যা লোকের নজরেই আসে না। ২০২২ সালে এসেও মেয়েদের আত্মরক্ষার জন্য পেপার স্প্রে রাখতে হচ্ছে। ক্যারাটে শিখতে হচ্ছে। কেন এখনও মেয়েদের কোনও পোশাক পরতে গেলে ভাবতে হয়। সেই দৌপদির যুগেও মেয়েরা হেনস্তা হয়েছে, এখনও হচ্ছে। মানুষের যৌনপ্রবৃত্তি যতক্ষণ থাকবে, এমন ঘটনা ঘটতেই থাকবে। ভীষণ বিরক্তি লাগছে।
একজন নারী তিনি যেকোনও বয়েসেরই হোন, তিনি মায়ের জাত-শুভাপ্রসন্ন
হাঁসখালির ঘটনা প্রসঙ্গে শুভাপ্রসন্ন বলেছেন, 'খুবই দুঃখজনক, মর্মান্তিক ঘটনা। পশুরাও এমনকাজ করে না। মানুষ যে পর্যায়ে চলে যাচ্ছে, তা পৈশাচিক। এশুধু হত্যার আরও এখটি প্রকরণ। একজন নারী তিনি যেকোনও বয়েসেরই হোন, তিনি মায়ের জাত। ঘটনার তীব্রনিন্দা করছি।আশাকরি আমাদের সমাজ শাসন ব্যাবস্থা যাতে কঠোর শাস্তি দিতে পারে।' নদিয়া হাঁসখালি গণধর্ষণকাণ্ডে এই ঘটনার পর সোমবার হাঁসখালি যাচ্ছে বিজেপির মহিলা মোর্চার প্রতিনিধি দল। হাঁসখালি বনধের ডাক দিয়েছে বিজেপি। রাজ্যের মন্ত্রী জ্য়োতিপ্রিয় মল্লিক এই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন।