টাকা নিয়েছেন, নারদার ফুটেজ সত্যি-জানালেন কাকলী

  • বিরোধীদের দাবি সত্য়ি হল।
  • নারদাকাণ্ডে তাঁর টাকা নেওয়ার ফুটেজ সত্যি।
  • এ কথা স্বীকার করলেন তৃণমূলের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার।

বিরোধীদের দাবি সত্য়ি হল। নারদাকাণ্ডে তাঁর টাকা নেওয়ার ফুটেজ যে সত্যি তা স্বীকার করে নিলেন তৃণমূলের সাংসদ কাকলী ঘোষ দস্তিদার। এদিন কাকলী বলেন, নারদা কাণ্ডের তাঁকে দেখানো ফুটেজ সত্য। তিনি ম্যাথু স্যামুয়াল থেকে টাকা নিয়েছেন। তবে  সেই টাকা নির্বাচনের জন্য চাঁদা হিসাবে নিয়েছেন। সেই হিসেব সংক্রান্ত নথি তিনি নির্বাচন কমিশনকে জমা দিয়েছেন। তবে আর কী কী জমা দিয়েছেন, তা নিয়ে মুখ খোলেননি কাকলী।

এ বিষয়ে তৃণমূলের সাংসদ বলেন, অতীতেও বলেছি, এটা একটা ষড়যন্ত্র। যার মাধ্য়মে আমাকে ছাড়াও আরও অনেককে জড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচন লড়তে সব রাজনৈতিক দলই চাঁদা নেয়। আমার প্রমাণ রয়েছে। আমিও চাঁদা দিয়ে সেই রিসিট দিয়েছি। কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ মেনে সম্পূর্ণ সহযোগিতা করছি। তদন্তের পরেই সব সত্য়ি বেরিয়ে আসবে। শনিবার বারাসাত হাসপাতালে ব্লাড ব্যাঙ্কের নতুন ভবন উদ্বোধন করতে এসেছে এই স্বীকারোক্তি বারাসাতের সাংসদ কাকলী ঘোষদস্তিদারের। 

Latest Videos

সম্প্রতি নারদাকাণ্ডের তদন্তের জন্য লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিশেষ অনুমতি চায় সিবিআই। এরপরই এক এক করে শোভন চট্টোপাধ্যায়, অপরূপা পোদ্দার ,শুভেন্দু অধিকারী, প্রসূন বন্দ্যোপাধ্যায় ছাড়াও সৌগত রায়, কাকলী ঘোষ দস্তিদার, সুব্রত মখার্জিদের ডাকে সিবিআই। গ্রেফতার করা হয়েছে আইপিএস অফিসার এসএইচএম মির্জাকে। বাদ যাননি বিজেপি নেতা মুকুল রায়ও। তাঁকেও শুক্রবারই তলব করে সিবিআই। শনিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন মুকুল।

Share this article
click me!

Latest Videos

Naihati-তে কার পাল্লা ভারী? ফল ঘোষণার আগে উত্তেজনা তুঙ্গে গোটা এলাকায় | Naihati By Election Results
'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
হঠাৎ করে TMC নেতারা পুলিশের বিরুদ্ধে কেন? কী উদ্দেশ্যে? প্রশ্ন অগ্নিমিত্রার | Agnimitra Paul