'মুকুল তুমি ফিরলে কেন...ওটা দুষ্টু লোক'-মজার মিমে হাসির বন্যা সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে

Published : Jun 11, 2021, 06:39 PM IST
'মুকুল তুমি ফিরলে কেন...ওটা দুষ্টু লোক'-মজার মিমে হাসির বন্যা সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড়ে

সংক্ষিপ্ত

মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে মজাদার মিম মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক মজাদার মিমে ভরেছে নেটদুনিয়ার দেওয়াল হাসির রোল উঠছে নেটিজেনদের মধ্যে

রাজ্য রাজনীতি উত্তাল। বিজেপি ছেড়ে তৃণমূলে ঘর ওয়াপসি হয়েছে একদা ঘাসফুলের চাণক্য মুকুল রায়ের। তিনি ভুল করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে স্বীকার করেছেন মুকুল। কিন্তু সে তো গেল রাজনীতির কচকচি। এই সুযোগ একদম হাতছাড়া করেনি সোশ্যাল মিডিয়া। একের পর এক মজাদার মিমে ভরেছে নেটদুনিয়ার দেওয়াল। মুকুলের এই ঘর ওয়াপসি নিয়ে কার্যত মিমের বন্যা বইছে সোশ্যাল মিডিয়া জুড়ে। 

 

 

 

হাসির রোল উঠছে নেটিজেনদের মধ্যে। সোনার কেল্লা ছবির টুকরো টুকরো সংলাপ দিয়ে তৈরি হচ্ছে মিম। তাতেই ভাইরাল হয়ে যাচ্ছে একের পর এক পোস্ট। মুকুল রায়ের প্রত্যাবর্তন নিয়ে যেমন মজাদার মিম তৈরি হয়েছে, তেমনই কটাক্ষ করতেও ছাড়ছেন কেউ কেউ। 

শুক্রবার মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হতেই মিম পোস্ট হতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়। 

PREV
click me!

Recommended Stories

প্রতিদিন বাদ যাচ্ছে ১ লক্ষেরও বেশি ভোটারের নাম! SIR-এ কত ভোটার বাদ যাবে জানেন?
স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?