তাপে ঝলসে যাচ্ছে শহর, কবে নামবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

arka deb |  
Published : May 10, 2019, 11:02 AM IST
তাপে ঝলসে যাচ্ছে শহর, কবে নামবে বৃষ্টি, জানাল হাওয়া অফিস

সংক্ষিপ্ত

শহরে শেষ বৃষ্টি এসেছিল গত ৩ ও ৪ মে রাতে। ফণীর ভয়ে সন্ত্রস্ত শহরকে ভিজিয়ে দিয়ে গিয়েছিল মুষল ধারার বৃষ্টি। 

প্রচণ্ড তাপ আর প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মুক্তি নেই। এনমনটাই জানিয়ে দিল আবহাওয়া দফতর। তবে এই  সপ্তাহের শেষে দেখা মিলতে পারে বৃষ্টির।

আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত আবহাওয়া মোটের ওপর এমনই থাকবে। আর্দ্রতাও থাকবে বাতাসে একই রকম। তবে রবিবার থেকে অবস্থার বদল হতে পারে। 

শহরে শেষ বৃষ্টি এসেছিল গত ৩ ও ৪ মে রাতে। ফণীর ভয়ে সন্ত্রস্ত শহরকে ভিজিয়ে দিয়ে গিয়েছিল মুষল ধারার বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টি শেষ হতে না হতেই বাড়তে শুরু করে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,  গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৫ ডিগ্রি সেন্টিগ্রেড। বুধবারের থেকে .৩ ডিগ্রি কম। আবহবিদদের মতে, তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি এর মধ্যে ঘোরাফেরা করলেও সকাল  ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে ৪৬ ডিগ্রি থেকে ৪৮ ডিগ্রির মতো অনুভূত হচ্ছে।

আলিপুর আবহাওয়আ দফতরের আধিকারিক জি কে দাস জানিয়েছেন, "আমরা আশা করছি এই সপ্তাহের শেষেই বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হবে। ওর ফলে স্থলভাগে জলীয় হাওয়ার পরিমাণ বাড়বে। তাই আমরা আশা রাখছি এই সপ্তাহের শেষে বা পরের সপ্তাহের শুরুতে বৃষ্টিপাত হতে পারে।"

PREV
click me!

Recommended Stories

Kolkata Book Fair: বইমেলায় মুখ্যমন্ত্রীর ৯টি বইপ্রকাশ, ১০ কোটি ব্যয়ে হবে 'বইতীর্থ'
কুয়াশার মাঝেই হাওয়া বদল? সরস্বতী পুজোয় কেমন খেলা দেখাবে শীত? কী বলছে হাওয়া অফিস?