রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগে বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবন চত্ত্বরে। এদিন বিক্ষোভের আঁচ চরমে পৌছল।
রাজ্যের সরকারি হাসপাতালে নার্স নিয়োগে বেনিয়মের অভিযোগে ধুন্ধুমার পরিস্থিতি স্বাস্থ্য ভবন চত্ত্বরে। এদিন বিক্ষোভের আঁচ চরমে পৌছল। একেই স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে চাপ বেড়েছে রাজ্যের। তারই মাঝে এবার নার্স নিয়োগে বেনিয়মের অভিযোগ। মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে এদিন সল্টলেক ভবনের সামনে বিক্ষোভে সামিল নার্সিং চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, 'আমরা প্রত্যেকেই যোগ্য কর্ম প্রার্থী।এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত। কোভিডের সময় সকলে মিলেই লড়াই করেছি। অথচ এখন তালিকায় আমাদের কোনও নাম নেই।' বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে নার্সদের। বাধা দিতে গেলে এক পুলিশ আধিকারিক রাস্তায় পড়ে যান। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। প্রথমে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করলেও বেলা বাড়তেই নিরাপত্তার ঘেরাটোপ টপকে স্বাস্থ্যভবনের গেট খুলে ভিতরে ঢুকে পড়লেন অন্দোলনরত নার্সরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ ১ চাকরি প্রার্থী।
আন্দোলনকারীদের দাবি, কোভিড পরিস্থিতিতে বিভিন্ন হাসপাতালে , তাঁর নার্সিংয়ের কাজ করেন। তাঁদের সরকারি হাসপাতলে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু গত ২০ মে, স্বাস্থ্য দফতর যে নতুন প্রকাশ করে সেখানে ২০১৮ , ২০১৯ এবং ২০২০ সালের কারও নাম নেই। সবাই ২০২১ সালে নার্সিং ডিগ্রি পাওয়া প্রার্থী। কেউ ২০১৮, কেউ ১৯ সালে কেউবা ২০২০ সালে ইন্টারভিউতে পাশ করেছেন। তবুও এখনও পাননি চাকরি। মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে এদিন সল্টলেক ভবনের সামনে বিক্ষোভে সামিল নার্সিং চাকরি প্রার্থীরা। বিক্ষোভকারীদের দাবি, 'আমরা প্রত্যেকেই যোগ্য কর্ম প্রার্থী।এবং সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত। কোভিডের সময় সকলে মিলেই লড়াই করেছি। অথচ এখন তালিকায় আমাদের কোনও নাম নেই।'
আরও পড়ুন, পার্থ-পরেশ-কেষ্ট-র মোট সম্পত্তি কত ? ৫ বছরের আয়কর রির্টান জানতে চেয়ে চিঠি সিবিআই-র
আরও পড়ুন, যুবতিকে সরকারি প্রকল্পের লোভ দেখিয়ে লাগাতার ধর্ষণ, কাঠগড়ায় তৃণমূল নেতা
স্বাস্থ্য ভবন চত্ত্বরে বিক্ষোভ আটকাতে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বাঁধে নার্সদের। বাধা দিতে গেলে এক পুলিশ আধিকারিক রাস্তায় পড়ে যান। উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। প্রথমে স্বাস্থ্যভবনের সামনে বিক্ষোভ করলেও বেলা বাড়তেই নিরাপত্তার ঘেরাটোপ টপকে স্বাস্থ্যভবনের গেট খুলে ভিতরে ঢুকে পড়লেন অন্দোলনরত নার্সরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়ে ১ চাকরি প্রার্থী। যদিও এত কিছুর পরেও থামেনি বিক্ষোভ। গেটের বাইরে ফের বসে পড়েন আন্দোলনকারীর দল। প্রসঙ্গত, রাজ্যে একেই এসএসসি কাণ্ডে এমনিতেই শাসক দলের চাপের মুখে। একাধিক হেভিওয়েটে এখন সিবিআই-র নজরে। তার উপর নতুন করে নার্সের নিয়োগেকাণ্ডে ঘিরে ফের উত্তাল সারা বাংলা।