পেট্রোল-ডিজেলের দাম কমার পর প্রায় ১ মাস ছুঁইছুঁই, আজ কলকাতা-সহ সারা দেশে কী দর জ্বালানীর

রবিবার কি জ্বালানির দামে দামের পরিবর্তন হল, ছুটির দিনে মনে প্রশ্ন ওঠার আগেই নতুন মূল্য ধার্য করল দেশের সরকারি তেল সংস্থা। ২২মে পেট্রোল এবং ডিজেলের দাম কমে। তবে দেখতে দেখতে এবার আবার অনেক গুলি দিন পার হয়েছে। প্রায় ১ মাস ছুঁইছুঁই। ফের কি এদিন জ্বালানীর দাম ফারাক হল ? কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাই-এই ৪ শহরে  এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম কী, জেনে নিন।

Web Desk - ANB | Published : Jun 12, 2022 5:56 AM IST / Updated: Jun 12 2022, 11:29 AM IST

রবিবার কি জ্বালানির দামে দামের পরিবর্তন হল, ছুটির দিনে মনে প্রশ্ন ওঠার আগেই নতুন মূল্য ধার্য করল দেশের সরকারি তেল সংস্থা।  ২১ মে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটারে ৬ টাকা আবগারি শুল্ক কমানোর ঘোষণা করেন। টানা ৪৫ দিন ধরে জ্বালানীর দাম অপরিবর্তিত থাকার পরে অবশেষে ২২মে পেট্রোল এবং ডিজেলের দাম কমে। তবে দেখতে দেখতে এবার আবার অনেক গুলি দিন পার হয়েছে। প্রায় ১ মাস ছুঁইছুঁই। ফের কি এদিন জ্বালানীর দাম ফারাক হল ? কলকাতা-দিল্লি-মুম্বই-চেন্নাই-এই ৪ শহরে  এই মুহূর্তে পেট্রোল-ডিজেলের দাম কী, জেনে নিন।

 রবিবার কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম  ১১৫ টাকা ১২ পয়সা থেকে কমে ১০৬ টাকা ০৩ পয়সা। কলকাতায়  প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা থেকে কমে ৯২ টাকা ৭৬ পয়সায় দাঁড়িয়েছে।

Latest Videos

 দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম   ১০৫ টাকা ৪১ পয়সা থেকে কমে ৯৬ টাকা ৭২ পয়সা হয়েছে। এবং ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা থেকে কমে ৮৯ টাকা ৬২ পয়সা হয়েছে।

আরও পড়ুন, হাওড়াকে কড়া নজরে রাখতে পুলিশের ১০ শীর্ষ কর্তার বিশেষ টিম, ক্ষোভের আগুন দমনে আরও কড়া রাজ্য

চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা থেকে কমে ১০২ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম   ১০০ টাকা ৯৪ পয়সা থেকে কমে ৯৪ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে।

মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা থেকে কমে ১১১ টাকা ৩৫ পয়সায়  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৯৭ টাকা ২৮ পয়সায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন, ইটবৃষ্টি-বোমাবাজি, হাওড়ার পর হিংসা ছড়াল মুর্শিদাবাদে, জখম পুলিশ, ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত

উল্লেখ্য মোদী সরকারের সময়কালে মূল্যস্ফীতির এহেন বাড়বাড়ন্তে বিরোধী দল ও অর্থনীতিবিদদের সমালোচনার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি থেকে শাকসবজি এবং রান্নার তেল পর্যন্ত সমস্ত আইটেমের মূল্য বৃদ্ধির ফলে পাইকারি মূল্যস্ফীতি এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় উঠেছে। মূল্যবৃদ্ধি পৌঁছেছে সর্বোচ্চ ১৫.০৮ শতাংশে এবং খুচরা মূল্যস্ফীতি প্রায় আট বছরের সর্বোচ্চ ৭.৭৯ শতাংশে ঠেলে দিয়েছে।কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। ইতিমধ্যেই সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।  নতুন করে লাফিয়ে বাড়ার পর ফের পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।

আরও পড়ুন, ৭ দিনে কোভিড সংক্রমণ ৩১ থেকে পৌঁছল ১৩৯, শীর্ষ ফের কলকাতা

Share this article
click me!

Latest Videos

সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
RG Kar Hearing Live : আর জি কর মামলায় সুপ্রিম কোর্টে শুনানি, দেখুন সরাসরি
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর