Oil Price Today: পেট্রোল-ডিজেলের আজ দর কত কলকাতায়, ভোটের আগে দাম কমল কি শহরে

সোমবারও কলকাতা সহ দেশ জুড়ে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। যদিও সকালই পেট্রোল-ডিজেলের দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা।  

Web Desk - ANB | Published : Jan 17, 2022 5:19 AM IST / Updated: Jan 17 2022, 10:50 AM IST

সোমবারও কলকাতা সহ দেশ জুড়ে তেলের দাম (Petrol and Diesel Price) অপরিবর্তিত রয়েছে। যদিও সকালই পেট্রোল-ডিজেলের দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। অনেকদিন আগেই আন্তর্জাতিক বাজারে ক্রমশ তেলের দাম কমেছে। তবুও ভারতীয় বাজারে এখনও তাঁর কোনও প্রভাব পড়েনি। স্বাভাবিকভাবেই তাই কলকাতা সহ সারা দেশের মানুষেরই সমস্যা হচ্ছে। বিশেষ করে এই দাম না কমায় আমদানি-রপ্তানির উপরে একটা সুদূরপ্রসারি প্রভাব পড়েছে। পরিবহণ ব্যবস্থা ভাড়া না কমায় বেড়েছে বাজার দরও। এদিকে নাভিশ্বাস উঠেছে কলকাতাবাসীর। সোমবার কলকাতা, দিল্লি, মুম্বই , চেন্নাই ছাড়াও দেশের আরও ৬ শহরের পেট্রোল-ডিজেলের দাম রইল, জানুন বিস্তারিত।

 সোমবার আইওসিএল -র  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা।

 মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।

চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।

দিল্লিতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা। 

আইওসিএল -র  ওয়েবসাইট অনুযায়ী, আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। 

আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।

 ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। 

আইওসিএল -র  ওয়েবসাইট অনুযায়ী, ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। 

ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা।

চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। 

প্রসঙ্গত, দীপাবলির আগে পেট্রোল-ডিজেলের দামের ওপর আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করে মোদী সরকার। তারপর পেট্রোল ও ডিজেলের উপর ৫ এবং ১০ টাকা কমানো হয়। দেশের রাজধানী দিল্লিতে গত বছরই পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল দিল্লি সরকার। তারপরেই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা ৫৬ পয়সা কমে যায়। যদিও এমন সুবিধা সব শহর পায়নি। তবে এই সুযোগগুলি দেশের সব রাজ্যগুলি পায়। অবিজেপি রাজ্যগুলিতে তাই দাম কমোনো নিয়ে ক্ষোভের আগুন নেভেনি। দাম কমার আশায় দিন কাটাচ্ছে কলকাতাও।

 

Share this article
click me!