আজ পেট্রোলের দাম ফের বেড়ে ১১২ পার কলকাতায়, সারা দেশে জ্বালানীর দামে নাভিশ্বাস

শনিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। গত বারো দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।  এদিন পেট্রোলের দাম ফের ৮৪ পয়সা বাড়ল। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

Web Desk - ANB | Published : Apr 2, 2022 3:42 AM IST / Updated: Apr 02 2022, 09:25 AM IST

শনিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। প্রায় তিন মাস পর এই নিয়ে নবমবার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।   এদিন পেট্রোলের দাম ফের ৮৪ পয়সা বাড়ল। মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১২ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

ইতিমধ্য়েই গত বারো দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে মাঝে শুক্রবার বিরতি ছিল। তবে এদিন ফের পেট্রোল-ডিজেলের দামে আগুন লেগেছে। এদিন কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম ১১১ টাকা ৩৫ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১১২ টাকা ১৯ পয়সা। পাশাপাশি ডিজেলের দামও আরও একবার বাড়ানো হয়েছে।প্রতি লিটার ডিজেলের দাম ৯৬ টাকা ৬২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ০২ পয়সা।  

Latest Videos

এদিন রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০১ টাকা ৮১ পয়সা থেকে ১০২ টাকা ৬১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৩টাকা ০৭ থেকে বেড়ে ৯৩টাকা ৮৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৬ টাকা ৭২ পয়সা থেকে ১১৭ টাকা ৫৭ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ১০১ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে। জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে ৭৬ পয়সা বেড়ে দাম  ১০৭ টাকা ৪৫ পয়সা থেকে ১০৮ টাকা ২১ পয়সায়  দাঁড়িয়েছে।  

আরও পড়ুন, বগটুই হত্যাকাণ্ডে নিহতদের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিল সিবিআই, ভাবাচ্ছে ভাদু শেখের চিঠি


সম্প্রতি  মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে। প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে। যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এখন কথাটা হচ্ছে  গত বারো দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আগেই যেখানে গত তিন মাস আগের দামে অসুবিধায় পড়েছিল তামাম ভারতবাসী, এখন সেই জায়গাটাও আরও সংকুচিত হয়ে দাঁড়িয়েছে।

Share this article
click me!

Latest Videos

‘ফিরহাদ হাকিমকে ছাড়বো না’ তীব্র হুঙ্কার শুভেন্দুর! দেখুন কী বললেন | Suvendu Adhikari BJP
জাদু দেখলেন Tamannaah! #bollywood #shorts #shortsyoutube #shortsviral #viralshorts #shortsfeed
মাদারিহাটে রাহুল লোহারের সমর্থনে নির্বাচনী প্রচার সুকান্তর, পায়ে হেঁটে করলেন জন-সংযোগ | Sukanta M
বাঁকুড়ার তালডাংরায় নির্বাচনী প্রচারে তৃণমূলকে ঝাঁজাল আক্রমণ সুকান্তর, দেখুন কী বললেন | Sukanta M
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার মাসাই জাতির গল্প! অনন্য থিমে নজর কাড়লো শীতলা তলা জগদ্ধাত্রী পুজো