Oil Price Today: আজ পেট্রোল-ডিজেলের দাম কমল কি, জানুন দিল্লি সহ দেশের একাধিক শহরের জ্বালানীর দর

শনিবার পেট্রোল-ডিজেলের দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা ।  চলুন জেনে নেওয়া যাক, এদিন পেট্রোল এবং ডিজেলের কী দাম  কলকাতা দেশের দশ শহরে।

 

শনিবার পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দাম নতুন প্রকাশ করেছে দেশের সরকারি তেল সংস্থা (Govt Oil Organisation)। এদিনও কলকাতা-সহ সারা দেশে কমল না পেট্রোল-ডিজেলের দাম। স্বাভাবিকভাবে ৩ মাসের ওপরে নাভিশ্বাস উঠেছে রাজ্যবাসীর। চলুন জেনে নেওয়া যাক, এদিন পেট্রোল এবং ডিজেলের কী দাম  কলকাতা দেশের দশ শহরে।

এদিন আইওসিএল -র (Indian Oil Corporation Ltd)  ওয়েবসাইট অনুযায়ী,  কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। দিল্লিতে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ৪১ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৬৭ পয়সা।  মুম্বইতে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা এবং ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা।চেন্নাইতে লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৪০ পয়সা এবং ডিজেলের দাম ৯১ টাকা ৪৩ পয়সা।সারা দেশের পাশাপাশি আরও ৬ শহরেও পেট্রোল ডিজেলের দাম বদল হয়নি।উল্লেখ্য, দেশের রাজধানীতে ইতিমধ্যেই পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছে দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমছে।  মেট্রো শহরগুলিতে দেখতে গেলে দিল্লিতেই সবচেয়ে সস্তা পেট্রোল ও ডিজেল। 

Latest Videos

 আইওসিএল -র  (Indian Oil Corporation Ltd) )ওয়েবসাইট অনুযায়ী, কী দাম যাচ্ছে   আগ্রা, ভুবেনেশ্বর,  চণ্ডীগড়, আমেদাবাদে সহ ৬টি শহরে, এবার জেনে নেওয়া যাক।এদিন আগ্রাতে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮৬ টাকা ৫৬ পয়সা। ভুবেনেশ্বরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০১ টাকা ৮১ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৬২ পয়সা।  ব্যাঙ্গালোরে  লিটার প্রতি পেট্রেলের দাম ১০০ টাকা ৫৮ পয়সা এবং ডিজেলের দাম ৮৫ টাকা ০১ পয়সা। চণ্ডীগড়ে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা। আমেদাবাদে  লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ১৩ পয়সা এবং ডিজেলের দাম ৮৯ টাকা ১২ পয়সা।ভোপালে লিটার প্রতি পেট্রেলের দাম ৯৫ টাকা ০৫ পয়সা এবং ডিজেলের দাম ৯০ টাকা ৮৭ পয়সা। 

কলকাতা-সহ সারা দেশে প্রায় তিন মাস ধরে কোনও পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। এদিকে সামনে ৫ রাজ্যের বিধানসভা ভোট। কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেগে ফিরহাদ হাকিম বলেছিলেন, ৫ রাজ্যের ভোট হয়ে গেলেই ফের দাম বাড়িয়ে দেবে ওরা। যদিও গত বছর নভেম্বরের পর কেন্দ্রের মোদী সরকার পেট্রোল-ডিজেলের দামের ওপর আবগারি শুল্ক কমানোর কথা ঘোষণা করেছিল। তারপর দিল্লিতে পেট্রোলের উপর ভ্যাট কমানো হয়েছিল।  ঝাড়খণ্ডেও  দুই চাকার গাড়ির জন্য প্রতি লিটার পেট্রোলে ২৫ টাকা ছাড় দেওয়ার কথা ঘোষণা হয়। যা ২০২২ সালের  চলতি মাস থেকেই  পরিষেবা পাওয়ার কথা। তবে দাম না বাড়লেও, অন্তত দাম কমার কোনও সুবিধাই পায়নি কলকাতা-সহ অধিকাংশ অবিজেপি রাজ্য। 

 

 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today