তেরো দিনে ১১ বার, আজ ফের পেট্রোলের দাম বেড়ে ১১৩ পার কলকাতায়, সারা দেশে জ্বালানীর দরে আগুন

রবিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। এই নিয়ে গত তেরো দিনে ১১ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। জানুন কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

রবিবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা।  প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল।  ইউক্রেন-রাশিয়া যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়। এই নিয়ে গত তেরো দিনে ১১ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের।   এদিন পেট্রোলের দাম ফের ৮০ পয়সা বাড়ল। মূল্যবৃদ্ধির পর কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১১৩ টাকা ছাড়িয়ে গিয়েছে। চলুন জেনে নেওয়া যাক কলকাতা-সহ বাকি জায়গাগুলিতে কী দামে বিকোচ্ছে এদিন পেট্রোল-ডিজেল। 

ইতিমধ্য়েই গত তেরো দিনে ১১ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে মাঝে শুক্রবার বিরতি ছিল।  এদিন ফের পেট্রোল-ডিজেলের দামে আগুন লেগেছে। রবিবার কলকাতায় পেট্রোলের  প্রতি  লিটারের দাম ৮৪ পয়সা বৃদ্ধি পেয়ে ১১২ টাকা ১৯ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১১৩ টাকা ৩ পয়সা। পাশাপাশি ডিজেলের দামও আরও একবার বাড়ানো হয়েছে। প্রতি লিটার ডিজেলের দাম ৮০ পয়সা বৃদ্ধি পেয়ে ৯৭ টাকা ০২ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৯৭ টাকা ৮২ পয়সা।  

Latest Videos

 আরও পড়ুন, বগটুইহত্যাকাণ্ডকে 'পৈশাচিক' ব্যাখ্যা, 'হিংসা বন্ধ হোক', মমতাকে চিঠি অপর্ণা-অনুপম-পরমব্রতদের

এদিন রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২ টাকা ৬১ পয়সা থেকে ১০৩ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৩টাকা ৮৭ থেকে বেড়ে ৯৪টাকা ৬৭ পয়সা হয়েছে।মুম্বই লিটার প্রতি পেট্রোলে ৮৪ পয়সা বেড়ে দাম ১১৭ টাকা ৫৭পয়সা থেকে ১১৮ টাকা ৪১ পয়সা  দাঁড়িয়েছে।  এবং লিটার প্রতি ডিজেলের দাম ৮৫ পয়সা বেড়ে ১০১ টাকা ৭৯  থেকে বেড়ে ১০২ টাকা ৬৪ পয়সা দাঁড়িয়েছে। জ্বালানীর মূল্যবৃদ্ধির জেরে চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলে ৭৫ পয়সা বেড়ে দাম  ১০৭ টাকা ৪৫ পয়সা থেকে ১০৮ টাকা ২১ পয়সায়  দাঁড়িয়েছে। ডিজেলের দাম ৭৬ পয়সা বেড়ে ৯৯ টাকা ৪ পয়সা হয়েছে।

আরও পড়ুন, নেই পেট্রোল-ডিজেলের জ্বালা, লন্ডনের মতো কলকাতাতেও এবার ট্রলি বাস

 

সম্প্রতি  মোদী সরকারের পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির জেরে দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছিল বিভিন্ন শ্রমিক সংগঠন। এদিকে এহেন পরিস্থিতির মধ্যেই পেট্রোল-ডিজেলের আরও এক দফা দাম বাড়ানো হয়েছে। প্রায় তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। কিন্তু ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্য়ে ছিল। এই যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়।

আরও পড়ুন, 'বার্নল নিয়ে বসুন ভাই', বিজেপিকে নিয়ে বেফাঁস বলতেই শুভেন্দুর ভিডিও আপলোড করে খোঁচা কুণালের

এদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ভারতের উপরও পড়ে। যদিও দেশের  ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর আগে অবধি তেলের দাম ভারতে বাড়েনি। তবুও বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এখন কথাটা হচ্ছে  গত বারো দিনে ১০ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। আগেই যেখানে গত তিন মাস আগের দামে অসুবিধায় পড়েছিল তামাম ভারতবাসী, এখন সেই জায়গাটাও আরও সংকুচিত হয়ে দাঁড়িয়েছে।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury