মুক্ত চিন্তার মাঝেই মায়ের স্থান, জয়শ্রী পার্ক উন্নয়ন সমিতিতে নতুন ভাবনা

  • ইট,কাঠ,পাথরের শহরে হারিয়ে গিয়েছে শৈশব।
  • রোজের অফিস রুটিনে মুক্তমনা হাওয়া নিতেই ভুলে গিয়েছে শহরবাসী।
  • শহরে সেই কোলাহলী জীবন থেকে মুক্তি দেবে জয়শ্রী পার্ক উন্নয়ন সমিতি।
  • এবার তাঁদের পুজোর থিম মুক্ত চিন্তা বিকাশে মা আসছে মোদের বাসে। 

ইট,কাঠ,পাথরের শহরে হারিয়ে গিয়েছে শৈশব। রোজের অফিস রুটিনে মুক্তমনা হাওয়া নিতেই ভুলে গিয়েছে শহরবাসী। শহরে সেই কোলাহলী জীবন থেকে মুক্তি দেবে জয়শ্রী পার্ক উন্নয়ন সমিতি। এবার তাঁদের পুজোর থিম মুক্ত চিন্তা বিকাশে মা আসছে মোদের বাসে। 

কী বিশেষত্ব থাকছে জয়শ্রী পার্কের পুজোয়। পুজোর উদ্য়োক্তারা জানিয়েছেন, এই বছরই দ্বিতীয় বার থিমের পুজোয় হাত দিয়েছেন তাঁরা। বাইরে থেকে শিল্পী এনে বাস্তবায়িত করা হচ্ছে নতুন ভাবনা। ফলে আগের বারের থেকে বাজেট বেড়েছে দেবী আরাধনার। পুজোর উদ্য়োক্তারা জানিয়েছেন, এবার তাঁদের পুজোর বাজেট ৫ লক্ষ টাকা। ২৫ বছরে পা দেওয়ায় এবারের পুজোয় আলাদা উন্মাদনা রয়েছে। 

Latest Videos

তবে প্রথম থেকেই মুক্ত চিন্তা ধরা পড়বে আবাসনের পুজোয়। যেখানে প্রাকতিক পরিবেশের মাঝে দেখা মিলবে একাধিক খাঁচার। প্রতিটি খাঁচার ওপর রাখা থাকবে প্রতিকী চাবি। মূলত, নিজের মনের বিকাশ ঘটাতেই খাঁচা খোলার আহ্বান জানিয়েছেন ভাবনাকার অভিক মজুমদার। তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন প্রতিমা শিল্পী জয়দেব গোস্বামী। আবাসনের প্রবীণরা জানিয়েছেন, আগে থিম পুজো নিয়ে সেরকম মাতামাতি ছিল না তাঁদের। তবে গত বছর থেকে নবীনদের উন্মাদনায় তাঁরাও থিম পুজোয় গা ভাসিয়েছেন।
আপাতত সেই গা ভাসানোর জন্য প্রস্তুত হচ্ছেন সবাই। বৃষ্টির ভ্রুকূটি উপেক্ষা করে আর কয়েকদিনের অপেক্ষা। 


 

Share this article
click me!

Latest Videos

'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর