মহিলারা ধরনা-মঞ্চে, পুরুষরা ঘরকন্যায় , পার্ক সার্কাস সব উল্টেপাল্টে দিয়েছে

  • পার্ক সার্কাস সব ওলটপালট করে দিয়েছে
  • মেয়েরা যাচ্ছেন ধর্নায়, ছেলেরা করছেন ঘরকন্যা
  • বাড়িতে ছেলেমেয়েদের দেখাশোনা করছেন পুরুষরা
  • জলখাবার বানানোর কাজও করতে হচ্ছে পুরুষদের

পাল্টে গিয়েছে ঘর-সংসারমহিলারা বসছেন ধরনায়আর পুরুষরা করছেন ঘরকন্য়াকলকাতার পার্ক সার্কাসের মাথায় কি তাহলে মাও সেতুংয়ের অর্ধেক আকাশ দেখা দিল এবার?

 শাহিনবাগের আদলে কলকাতার পার্ক সার্কাসে চলছে সিএএ-বিরোধী অবস্থানযার সামনের সারিতে রয়েছেন মহিলারাআর সেই মহিলাদের সিংহভাগই মুসলিমসেখানেও আরেক বিপ্লব কেউ কেউ বোর্খা বা হিজাব পরলেও অনেকেই আর সেখানে পর্দানসীন হয়ে থাকতে চাইছেন নাতাঁরা পরছেন জিনস আর টি-শার্টস

Latest Videos

তোপসিয়া থেকে শুরু করে ইলিয়ট রোড হয়ে শামসুল হুদা রোড, এবার চৌকাঠ ভেঙে এগিয়ে আসছে সবাই এক সময়ে যে পরিবারের মেয়েরা ঘর ছেড়েই বেরুতে পারতেন না সেভাবে, তাঁরাই আজ পার্ক সার্কাস ময়দানে দিনভর ধর্নায় বসছেন সংশোধিত নাগরিকত্ব বিরোধী আইনের বিরুদ্ধে অবস্থানে তাঁরাই আজ  ভিড়ে একাকার

পার্ক সার্কাসের অবস্থান বিক্ষোভ  শুধু বাইরেই নয় , ঘরের ভেতরেও  মেয়েদের ভূমিকাই পুরো পাল্টে দিয়েছেএতদিন যে বাড়ির পুরুষরা কুটোটি পর্যন্ত নাড়েননি, তাঁরাই এবার হাত লাগিয়েছেন রান্নার কাজেশুধু তাই নয়, বাচ্চাকে  স্কুলে দিয়ে আসা, নিয়ে আসার মতো কাজও করতে হচ্ছে পুরুষদেরজলখাবারও বানাতে হচ্ছেকারণ বাড়ির মেয়েরা যে সব ধর্নামঞ্চে

ওয়াসি আখতার পেশায় ব্য়বসায়ী আখতার কার্যত স্বীকার করে নিলেন, এখন তাঁকে কার্যত ঘর সামলাতে হচ্ছে একইসঙ্গে মা ও বাবার ভূমিকা পালন করতে হচ্ছে আখতারদের স্ত্রী এখন পার্ক  সার্কাস ময়দানে ধর্নামঞ্চে যাচ্ছেন নিয়মিত তাই চার মেয়ের দায়-দায়িত্ব এখন আখতারের ওপরেই পড়েছে সকালে ঘুম থেকে উঠে মেয়েদের স্কুলের জন্য় তৈরি করিয়ে দিতে হচ্ছে তারপর তাদের স্কুলে নিয়ে যাওয়া সন্ধের মধ্য়েই ঘরে ফিরতে হচ্ছে মেয়েদের পড়াতে বসতে হচ্ছে কারণ প্রতিদিন ধর্নামঞ্চ থেকে ফিরে খুব ক্লান্ত হয়ে যাচ্ছেন স্ত্রী আখতারের কথায়,  "আগে আমি সংসারের কাজ একেবারেই করতাম না বলতে গেলে এখন আমাকে সবকিছুই করতে হচ্ছে মেয়েদের তৈরি করা থেকে শুরু করে স্কুলে দিয়ে আসা জলখাবার তৈরি করা সবকিছুই করতে হচ্ছে আমি চাই না এই সময়ে আমার স্ত্রী ঘরকন্য়া নিয়ে ব্য়স্ত থাকুক ও অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে এখন"

নিঃশব্দ বিপ্লব বইকি

Share this article
click me!

Latest Videos

১০ কিমি ঘুরে স্কুল-হাসপাতাল যাওয়া! স্থায়ী রেলগেটের জন্য তীব্র আন্দোলন স্থানীয়দের| Nadia News Today
'গাড়ি থেকে নামুন, আমাকে সরি বলুন' Abhijit Ganguly-কে চরম শাসানি Babul Supriyo-র
জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ মন্তব্য করেছিলেন Abhishek, পাল্টা অভিষেকের দিকেই আঙ্গুল তুললেন Soumya Aich Roy
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি