দুর্গা পুজো নিয়ে বিজেপিকে খোঁচা পার্থর

  • এবার বাংলার বাজারে পুজো নিয়ে রাজনীতির তরজা।
  • গতকালই নাম না করে অমিত শাহের পুজোর উদ্বোধন নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী।
  • এ বার তাঁরই দেখানো পথে হাঁটলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

Tapas Dutta | Published : Oct 2, 2019 8:57 AM IST / Updated: Oct 02 2019, 02:40 PM IST

এবার বাংলার বাজারে পুজো নিয়ে রাজনীতির তরজা। গতকালই নাম না করে অমিত শাহের পুজোর উদ্বোধন নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী এ বার তাঁরই দেখানো পথে হাঁটলেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়।

বেহালা শকুন্তলা পার্কে একটি বাজার উদ্বোধন করতে এসে বিজেপির দুর্গা পুজো উদ্বোধনেরে কথা জিজ্ঞাসা করলে পার্থ চ্যাটার্জি বলেন ,সারা পশ্চিমবঙ্গ কলকাতা জুড়ে প্রচুর দুর্গাপূজা হয়। দুর্গা মায়ের প্রতি এখন বিজেপির ভক্তি বাড়চ্ছে। দু-একটা পুজো যদি ওরা উদ্বোধন  করতে চায়- করুক। কিন্তু এগুলো নিয়ে যেন কোনও রাজনীতি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত। 

গতকালই সল্টলেকে পুজোর উদ্বোধন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ। যা নিয়ে নাম না করে শাহকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্য়মন্ত্রী। তিনি বলেন, আমি সবাইকে বলি, তোমরা সবাই বাংলায় পুজো দেখতে এসো। কিন্তু দয়া করে বিভেদ ছড়াতে এসো না। ঐক্য ভাঙতে এসো না।    
 

Share this article
click me!