সিঙ্গার কেকের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি, মামলা গৃহীত হল কলকাতা হাইকোর্টে

বলিউডের স্টার সিঙ্গার কেকে-র অকাল মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বিষয়টি নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়েছে । 

Saborni Mitra | Published : Jun 6, 2022 10:03 AM IST / Updated: Jun 06 2022, 03:46 PM IST

বলিউডের স্টার সিঙ্গার কেকে-র অকাল মৃত্যু মামলায় সিবিআই তদন্তের আবেদন গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। আবেদন জানান আইনজীবী রবিশঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বিষয়টি নিয়ে তিনি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান। বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ অনুমতি দিয়েছে । মামলা গৃহীত কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই কেকে-র মৃত্যু নিয়ে নানা বিতর্ক শুরু হয়েছে। অনেকেই দাবি করেছে, প্রবল গরম আর নজরুলমঞ্চের অব্যবস্থা আর লাগামছাড়া ভীড়ই কেকে-র মৃত্যুর জন্য দায়ী। এমনকী অনুষ্ঠানের আয়োজক তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের বিরুদ্ধে উঠেছে অব্যবস্থার অভিযোগ।  তবে একথা মানতে নারাজ কলকাতার মেয়র ফিরহাদ-সহ শাসক দল। এমনকি সেদিনের অনুষ্ঠানে কেকে-র সঙ্গে এক স্টেজে কাজ করা শুভালক্ষীও। বারংবার সাফাইও দিয়েছে তৃণমূলের শীর্ষ নের্তৃত্ব।

বিস্তারিত জানতে অথবা ভিডিও দেখতে ক্লিক করুণ এই দুটি লিঙ্কেঃ

সিঙ্গার কেকের মৃত্যুর সিবিআই তদন্তের আর্জি, মামলা গৃহীত হল কলকাতা হাইকোর্টে

সঙ্গীতশিল্পী কেকে মৃত্যু তদন্তে কি সিবিআই, কলকাতা হাইকোর্টে গৃহীত হল মামলা

Read more Articles on
Share this article
click me!