নতুন করে কি বাড়ল জ্বালানির দাম? আজ শহরে পেট্রল ডিজেলের দর কত, দেখুন

Published : Apr 13, 2022, 08:57 AM IST
নতুন করে কি বাড়ল জ্বালানির দাম? আজ শহরে পেট্রল ডিজেলের দর কত, দেখুন

সংক্ষিপ্ত

বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এবং সেটাই শেষ অবধি হয়েছে। 

প্রায় রোজই বাড়ছে পেট্রল ডিজেলের দাম। গত বছর তিন থেকে চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম দাঁড়িয়ে ছিল। কিন্তু মূল্যবৃদ্ধির যে উচ্চতায় পৌঁছবার পর সেই দাম স্থির হয়েছিল, তাতে আগে থেকেই নাভিশ্বাস উঠেছিল সাধারণ মানুষের। কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ হওয়ার পথে ডিজেলও। গত ১৮ দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। তবে বুধবার নতুন করে দাম বাড়ানো হয়নি। নতুন করে দামবৃদ্ধি না হলেও, স্বস্তিতে নেই আম জনতা।

এদিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর সেই আশঙ্কা আরও বেড়ে যায়। অপরিশোধিত তেলের দর নিয়ে সারা বিশ্বই উদ্বেগের মধ্যে ছিল। ইউক্রেন-রাশিয়া যুদ্ধই তেলের দামে বিস্ফোরন ঘটায়। তবে তার আগে ভারতে পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের আগে প্রায় চার মাস অবধি পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়নি। 

আরও পড়ুন, পার্থর সঙ্গে বিকেলে উডবার্ণে দেখা হওয়ার সুযোগ মিস, 'কনে দেখা আলোয়' একাই এসএসকেম-এ কেষ্ট

এদিন মূল্যবৃদ্ধির পর শহরে পেট্রোলের দাম হয়েছে প্রতি লিটারে ১১৫ টাকা ১২ পয়সা। গত দুই সপ্তাহে লিটার প্রতি ৯টাকা ২০ পয়সা মোট হার বেড়েছে। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম  দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা। রাজধানী দিল্লিতে দাম বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪১ পয়সা। ডিজেলের দাম  ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে। চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১০ টাকা ৮৫ পয়সা দাঁড়িয়েছে। লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে। 

মুম্বইতে পেট্রল প্রতি লিটারের দাম ধার্য করা হয়েছে ১২০. ৫১ টাকা। এই শহরে ডিজেল বিকোচ্ছে প্রতি লিটার ১০৪.৭৭ টাকায়। বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ৯পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম  ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে। গুরগাওতে লিটার প্রতি পেট্রোল দাম ১০৫ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৭ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে। 

পেট্রল ডিজেলের দাম বেড়েছে দেশের বাকি শহরগুলিতেও। ভুবনেশ্বরে প্রতি লিটার পেট্রোল বিকোচ্ছে ১১২.৫০ টাকায়, জিডেলের দাম দাঁড়িয়েছে ১০২.২৪ টাকায়। পাটনায় পেট্রলের দাম লিটার প্রতি ১১৬.৭৯ টাকা ও ডিজেলের দাম ১০১.৫৯ টাকা। 

বিশেষজ্ঞরা ধরে নিয়েছিলেন ৫ রাজ্যের বিধানসভা ভোটের ফল বেরোনোর পরেই জ্বালানির মূল্যবৃদ্ধির পথে হাঁটবে মোদী সরকার। এবং সেটাই শেষ অবধি হয়েছে। আপাতত জ্বালানির দামে জ্বলছে মধ্যবিত্তের পকেট। 

PREV
click me!

Recommended Stories

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন
ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ