মনের মতো জায়গা নেই দলে,মুকুলের দিল্লির বাড়ি থেকে উধাও মোদী-শাহের ছবি

  • দলে নিজের জায়গা নিয়ে চিন্তায় খোদ মুকুল রায়
  • কেন্দ্রীয় নেতৃত্বকে সেই কথা জানিয়েছেন তিনি
  • মাঝপথেই চলে এসেছেন দিল্লিতে দলের বৈঠক ছেড়ে
  • দিল্লিতে মুকুলের বাসভবন থেকে সরেছে মোদী- শাহের ছবি   

দলে নিজের জায়গা নিয়ে চিন্তায় খোদ মুকুল রায়। একাধিকবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সেই কথা বলা সত্ত্বেও কাজ এগোয়নি কিছুই। সূত্রের খবর, দিল্লিতে বঙ্গের বিধানসভা ভোট নিয়ে আলোচনার মাঝপথেই রাজ্য়ে সেই কারণে চলে এসেছেন তিনি। সব থেকে অবাক করার বিষয়, দলের সঙ্গে মুকুলের এই পরিস্থিতিতে দিল্লিতে মুকুলের বাসভবন থেকে সরেছে মোদী-অমিত শাহের ছবি। যাতে অবাক হয়েছে রাজ্য়ের রাজনৈতিক মহল।  

জানা গিয়েছে ,রাজধানীতে সাউথ অ্যাভিনিউয়ের ১৮১ নম্বরে মুকুলের বাড়িতে বিজেপির যাবতীয় প্ল্যাকার্ড ও পোস্টার সরে গিয়েছে। আগে গেটের সামনের দেওয়ালে ছিল নরেন্দ্র মোদী, অমিত শাহদের প্ল্যাকার্ড। এখন  আর তা দেখা যাচ্ছে না। রাজ্য় রাজনৈতিক  মহল বলছে,দিলীপ ব্রিগেডের সঙ্গে মুকুলের বনিবনাটা এখনও সম্ভব হয়নি। দলে থেকেও দিলীপ ব্রিগেডের কাছে দূরের মানুষ তিনি। বেশ কয়েক বছর কেটে  গেলেও পদ্মে এখনও 'ফরেন বডি' মুকুল রায়। রাজ্য় বিজেপিতে দিলীপ-মুকুলের দ্বন্দ্ব যে বিধানসভা নির্বাচনে প্রভাব ফেলবে তা বুঝতে পারছে কেন্দ্রীয় নেতৃত্ব। বেগতিক দেখে রাজ্য়ে এখন দিলীপের পাশাপাশি মুকুলকেও সামনের সাড়িতে রাখতে চাইছে দিল্লির নেতারা। 

Latest Videos

মুরলীধর স্ট্রিটে কান পাতলে শোনা যায়, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পরপরই মুকুলের বিষয়ে বঙ্গ বিজেপিতে নরম হওয়ার বার্তা দিয়েছিলেন অমিত শাহরা। সেই অনুযায়ী একসঙ্গে কাজ শুরু করেন দুজনে। কিন্তু কিছুদিন যেতেই 'ঘোষ  মশাইয়ের' আধিপত্য়ে দলে মুকুল এখনও 'ফরেন বডি'। 

তাঁর নেতৃত্বে ২ থেকে ১৮ তে এসেছে দল। লোকসভা  নির্বাচনে বিপুল সাফল্য পেয়েছে বিজেপি। তাই ফের সভাপতি করে আনা হয়েছে দিলীপ ঘোষকে। যদিও কেন্দ্রীয় বিজেপির একাধিক নেতার দাবি, একলা দিলীপ ঘোষের নেতৃত্বে রাজ্য়ে  লোকসভা ভোটে সাফল্য় পায়নি বিজেপি। এক্ষেত্রে  বড় কাজ করেছে  মোদী হাওয়া। তবে ক্লিক করে গিয়েছে 'দিলীপ-মুকুল উইনিং  কম্বিনেশন'। যদিও হাজার সাফল্য়ের কারিগর হয়েও দলে 'ফরেন বডি' হয়ে থেকে গিয়েছেন মুকুল। যে কারণে রাজ্য় থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে বেশি দেখা যায় তাঁকে। ২১-এর নির্বাচনে এই বিষয়টাই ভাবাচ্ছে মোদী-শাহদের। 

অতীতে একবার প্রকাশ্য়েই বাক্য়বানে জড়িয়েছিলেন রাজ্য় বিজেপির দুই যুযুধান। একটি পোর্টালে  মুকুল রায় সম্পর্কে নেতিবাচক মন্তব্য় করেছিলেন দিলীপ। গোপন রেকর্ডিংয়ে দিলীপ বলেন, দলে মুকুলের থেকে অনেক বড় নেতা রয়েছে। মুকুল রায় কোনও নেতাই নয়। বিজেপির রাজ্য় সভাপতির এই বক্তব্য়  প্রকাশ্য়ে আসতেই শুরু হয় বিতর্ক। এ বিষয়ে প্রশ্ন করা হলে , পাল্টা জবাব দেন মুকুলও। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুকুল বলেন, কে বড় নেতা সেটা মানুষ ঠিক করবে। 

শোনা যায়, দলের দুই হেভিওয়েট নেতার এই বক্তব্য় ঘিরে সরগরম হয়ে ওঠে বিজেপির রাজ্য় রাজনীতি। সেবার দিল্লির  নেতাদের হস্তক্ষেপে কোনওমতে এই আগুনে ছাই চাপা দেয় শাহ ব্রিগেড। দিলীপ ঘনিষ্ঠদের মতে, দলে পুরোনোদর সঙ্গে তৃণমূল থেকে আসা নব্য়দের দাপাদাপি ভালো চোখে দেখেন না পুরাতনরা। লোকসভা ভোটের আগে প্রার্থী নির্বাচন নিয়েও দু জনের মধ্য়ে অল্প বিস্তর ঠোকাঠুকি লেগেছে। কিছুদিন  আগেও দলে শোভন-বৈশাখী নিয়ে মুকুলের সঙ্গে দিলীপের দ্বৈরথ একপ্রকার সামনে চলে আসে। 

সূত্রের খবর, দিলীপ-মুকুলের এই ইগোর লড়াই অমিত শাহর  কাছেও পৌঁছেছে। দিলীপ যেখানে আরএসএস থেকে উঠে এসেছেন, সেখানে একেবারে 'একনায়কতান্ত্রিক' দলের নেতা ছিলেন মুকুল। কিন্তু মুকুলের 'পার্টিগণিত' সম্পর্কে জ্ঞান উপলব্ধি করেছেন কৈলাস বিজয়বর্গীয় থেকে মুরলীধর রাও, অরবিন্দ মেননের মেতা  নেতারা। লোকসভা নির্বাচনে বিপুল সাফল্য়ের পর খোদ  তিন বিধানসভা উপনির্বাচনে হার ভাবাচ্ছে তাঁদের। সবথেকে বড় বিষয়, দলের রাজ্য় সভাপতি হয়ে নিজের খড়গপুরের বিধানসভা আসন ধরে রাখতে পারেননি দিলীপবাবু। মনে করা হচ্ছে , মুকুল সক্রিয় না হওয়ায় এরকম একটা পরিস্থিতি হয়েছে রাজ্য় বিজেপিতে। 


 

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু