ছ' কেজি সোনা, সঙ্গে কোটি টাকা, সদর স্ট্রিটে গ্রেফতার চার

Published : Aug 20, 2019, 05:30 PM ISTUpdated : Aug 20, 2019, 05:35 PM IST
ছ' কেজি সোনা, সঙ্গে কোটি টাকা, সদর স্ট্রিটে গ্রেফতার চার

সংক্ষিপ্ত

কলকাতায় উদ্ধার বিপুল পরিমাণ টাকা এবং সোনা প্রায় আড়াই কোটি টাকার সোনা উদ্ধার উদ্ধার প্রায় এক কোটি টাকা নগদ  চারজনকে বমাল ধরল পুলিশ

কলকাতা থেকে বিপুল পরিমাণ সোনা এবং নগদ টাকা সমেত গ্রেফতার করা হল চার ব্যক্তিকে। এ গোপন সূত্রে খবর পেয়ে বিকেল চারটে নাগাদ হাতেনাতে চারজনকে ধরে ফেলে পুলিশ। 

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে ছ' কেজি তিনশো তিরিশ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। এর পাশাপাশি উদ্ধার হয়েছে নগদ ৯৮ লক্ষ টাকা। পুলিশের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য ২ কোটি ৪৪ লক্ষ টাকা। এ দিন বিকেল চারটে নাগাদ এই সোনা এবং টাকা সমেত অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। 

ধৃত চারজনের নাম সৈকত অধিকারী, সুব্রত অধিকারী, মলয় ভৌমিক এবং পার্থ ভৌমিক। এই চারজনের মধ্যে সৈকত এবং সুব্রত অধিকারী হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। মলয় এবং পার্থ দক্ষিণ চব্বিশ পরগণার নোদাখালির বাসিন্দা। মলয় এবং পার্থ দুই ভাই বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের জেরা করে কোথা থেকে এই টাকা এবং সোনা আনা হচ্ছিল এবং তা কোথায় পাচার করা হচ্ছিল, সেই তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। ঘটনায় আর কেউ যুক্ত কি না, তাও জানার চেষ্টা চসছে। পুলিশের অবশ্য অনুমান, বাংলাদেশ হয়েই ঘুরপথে এই বিপুল পরিমাণ সোনা এবং টাকা ভারতে ঢুকেছিল। 

PREV
click me!

Recommended Stories

'নজরদারির খেলা', 'গোয়েন্দা' নেতাজিকে নিয়ে লিখলেন চন্দ্রচূড় ঘোষ
Saraswati Puja 2026 : বাগদেবীর আরাধনায় শুভেন্দু, অঞ্জলি দিয়ে কী চাইলেন ঠাকুরের কাছে? দেখুন