ব্যবসায়ীকে ফাঁসাতেই বোমার ফাঁদ, হরিদেবপুরকাণ্ডে পুলিশের জালে ৪ দুষ্কৃতি

Published : Apr 24, 2022, 01:45 PM ISTUpdated : Apr 24, 2022, 02:00 PM IST
ব্যবসায়ীকে ফাঁসাতেই বোমার ফাঁদ, হরিদেবপুরকাণ্ডে পুলিশের জালে ৪ দুষ্কৃতি

সংক্ষিপ্ত

হরিদেবপুরকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ।   জানা গিয়েছে, ১৮ এপ্রিল ভোর ৩ টা ৩৫ মিনিট নাগাদ দুই যুবক এসে পরিত্যাক্ত অটোর মধ্যে ১৯ টি বোমা, ২ রাউন্ড গুলি এবং একটি বন্দুক রেখে যায়।  

হরিদেবপুরকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। উল্লেখ্য, হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাবের সামনে থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা উদ্ধার করে পুলিশ।  এই বিপুল পরিমাণ অস্ত্র, বোমা হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকা একটি অটোর থেকে উদ্ধার করা হয়। এরপরে এলাকার সিসিটিভি খতিয়ে দেখতেই দুষ্কৃতিদের সন্ধান পায় পুলিশ। জানা গিয়েছে, ১৮ এপ্রিল ভোর ৩ টা ৩৫ মিনিট নাগাদ দুই যুবক এসে পরিত্যাক্ত অটোর মধ্যে ১৯ টি বোমা, ২ রাউন্ড গুলি এবং একটি বন্দুক রেখে যায়। এখনও পর্যন্ত পাওয়া খবরে এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবারই ধৃতদের আদালতে তোলা হবে। 

পুলিশ সূত্রে খবর, হরিদেবপুরকাণ্ডে ভৈরব বসু, স্বপন মিত্র, অজিত দাস, বাবুল দলুই ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়িক প্রতিনদ্বন্দীকে ফাঁসাতেই ওই বোমা রাখা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। বিশ্বজিৎ বিশ্বাস নামে এক ব্যবসায়ীকে বিপাকে ফেলতেই এই ছক কষে ভৈরবরা। উল্লেখ্য, ঘটনার দিন শুক্রবার রাতে দীর্ঘক্ষণ একটি অটো দাঁড়িয়ে থাকায় সন্দেহ হয় এলাকাবাসীর। এরপর হরিদেবপুর থানায় খবর যায়। জেরা করে জানা গিয়েছে, ১৮ এপ্রিল ভোর ৩ টা ৩৫ মিনিট নাগাদ দুই যুবক এসে পরিত্যাক্ত অটোর মধ্যে ১৯ টি বোমা, ২ রাউন্ড গুলি এবং একটি বন্দুক রেখে যায়। তবে কি সামনে বড় কোনও হামলা, বা বিস্ফোরণের ছক কষেছিল ধৃতরা, এই বিপুল পরিমাণ অস্ত্র এল কোথা থেকে, কোথাইবা পাচার করা হচ্ছিল, প্রশ্ন উঠেছে। যদিও এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগাযোগ এখনও প্রকাশ্যে আসেনি। তবে ইতিমধ্যেই এই ঘটনার শিকড়ে পৌছতে তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসার মামলার হাজিরাতেও 'না', আজ কি অনুব্রত-র চিনারপার্কের বাড়িতে যাবে সিবিআই

প্রাক্তন পুলিশকর্তা অনিল জানা বলেছেন, 'চৈত্র সেলের ক্লিয়ারেন্স এসব। এরফলে জায়গায় জায়গায় বোমাবাজি, কথায় কথায় পিস্তল বের করা হচ্ছে। এভাবেই চলতে হবে প্রশাসনকে দলী স্বার্থে ব্যবহার করা হলে এগুলি তো দেখতেই হবে।' এই ঘটনার পর দিলীপ ঘোষ বলেছেন, 'আইন শৃঙ্খলা বলে কিছু নেই। ভোটে জেতানোর জন্য, রাজনীতির জন্য ব্যবহার হচ্ছে পুলিশ ।' বাম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, 'গোটা রাজ্য বারুদের স্তুপ হয়ে রয়েছে। এই ইজারা কাদের।' যদিও শনিবার ওপাশে ফিরহাদ হাকিম বলেছেন, 'এখানে বেআইনি অস্ত্র ঢুকছে না। দুষ্কৃতিরা সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছে। পুলিশ সেটাই উদ্বার করছে। অস্ত্র বিহার ,ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ থেকে আসছে।'

আরও পড়ুন, হাঁসখালিকাণ্ডে রিপোর্ট পড়ে কী নির্দেশ দিলেন নাড্ডা, এবার কি বড় পদক্ষেপের পথে বিজেপি

আরও পড়ুন, প্রয়াগরাজে তৃণমূলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, বিজেপি সরকারকে এসআইটি নিয়ে প্রশ্ন ডেরেকের

PREV
click me!

Recommended Stories

Today Live News: যাত্রীদের টাকা ফেরতের পরও কমছে না ভোগান্তি, সপ্তাহের শুরুতেই দেশজুড়ে বাতিল ইন্ডিগো-র শতাধিক উড়ান
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী