এক আদালত থেকে অন্য আদালত, এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব

  • কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন রাজীব কুমার
  • গ্রেফতারি এড়াতে মরিয়া রাজ্যের গোয়েন্দা প্রধান
  • মঙ্গলবার হতে পারে আবেদনের শুনানি

আলিপুর জেলা ও দায়রা আদালতের পর এবার সারদা মামলায় আইনি রক্ষাকবচ চাইতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজীব কুমার। সোমবার বিচারপতি শইদুল্লা মুনসির ডিভিশন বেঞ্চে আগাম জামিনের আর্জি জানিয়েছেন রাজ্যের  গোয়েন্দা প্রধান। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আদালতে। এ দিন, সিবিআই- এর বেশ কয়েকজন অফিসারকেও দেখা যায় হাইকোর্টে৷ তাঁরাও সম্ভবত আইনি শলা পরামর্শ করতেই হাইকোর্টে আসেন৷ 

সারদা কেলেঙ্কারিতে নাম জড়ানো বিধাননগর ও কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআই নোটিশ খারিজ করতে প্রথম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু গত সপ্তাহেই বিচারপতি মধুমতী মিত্র রাজীবের উপর থেকে আইনি রক্ষাকবচ সরিয়ে নেওয়ার পাশাপাশি রায় দেন, রাজীবকে গ্রেফতারিতে সিবিআই- এর কোনও আইনি বাধা নেই।  

Latest Videos

এর পরেই সিবিআই- এর বিভিন্ন টিম রাজ্যের বর্তমান গোয়েন্দা প্রধানের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। কিন্তু রাজীব কুমার আড়ালে থেকেই প্রথমে বারাসত কোর্ট তারপর আলিপুর জেলা ও দায়রা কোর্টের শরনাপন্ন হন। কিন্তু দু' জায়গাতেই বিমুখ হতে হয় তাঁকে। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর আদালতও। তাই এবার কলকাতা হাইকোর্ট থেকে রক্ষাকবচের আশায় তিনি অগ্রিম জামিন চাইতে এসেছেন।

Share this article
click me!

Latest Videos

চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
প্রেমের নামে এসব কী! নিখোঁজ নাবালিকার মর্মান্তিক পরিণতি, শোকের ছায়া পরিবারে | Nadia News Today
‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News