ঘূর্ণীঝড় থেকে বাঁচতে চেন দিয়ে বাঁধা হবে ট্রেন, 'যশ'-র মোকাবিলায় কন্ট্রোল রুম চালু পুরসভায়

  • ঘূর্ণীঝড় 'যশ'কে নিয়ে রীতিমত সতর্ক রেল 
  • ঘূর্ণীঝড় থেকে বাঁচতে চেন দিয়ে বাঁধা হবে ট্রেন
  • মোকাবিলায় কন্ট্রোল রুম চালু পুরসভায় 
  • পানীয় জল ও বিদ্যুত পরিষেবা একাধিক উদ্য়োগ

 

ঘূর্ণীঝড় নিয়ে রীতিমত সতর্ক রেল। এবার কারশেড বা বড় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন বাঁধা থাকবে চেন দিয়ে। এদিকে ঘূর্ণীঝড়ের জন্য পুরসভার সমস্ত কর্মীর এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করল রাজপুর সোনারপুর পুরসভা৷  সোমবার থেকেই পুরসভার সমস্ত কর্মীর জন্য এই নিয়ম লাগু হবে বলে জানিয়ে দিলেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান পল্লব দাস৷ পাশাপাশি পুরসভায় ২৪ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।

আরও পড়ুন, 'গৃহবন্দি' থেকেই কোভিড ইস্যুতে আজ বৈঠক ফিরহাদের, SSKM থেকে ছুটি পেলেন না শোভন-মদন-সুব্রত 

Latest Videos

 

 

আসছে ঘূর্ণীঝড় যশ। কারশেড বা বড় স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেন বাঁধা থাকবে চেন দিয়ে। সাধারণ যাত্রীবাহী ট্রেন বন্ধ। তবে দূরপাল্লার ট্রেন চালু রয়েছে। তাই  ঘূর্ণীঝড়  নিয়ে
সতর্ক রেল। পূর্ব রেলের জিএম মনোজ যোশী বিভাগীয় কর্তা এবং ডিআরএমদের সঙ্গে এই নিয়ে জরুরী বৈঠক করে এই বিষয়ে একাধিক নির্দেশ দিয়েছেন। তবে রেল হাসপাতালগুলিকে ঝড়ের তাণ্ডব থেকে সুরক্ষা দিতে যাবতীয় ব্যবস্থা তৈরি রাখার সঙ্গে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন এবং কর্মীদের তৈরি থাকতে বলা হয়েছে। 

 

 

আরও পড়ুন, বিধায়ক লাভলী মৈত্রকে মোবাইলে অশালীন ম্যাসেজ-খুনের হুমকি, গ্রেফতার ১, কাঠগড়ায় BJP  

অপরদিকে  ঘূর্ণিঝড়ের মোকাবিলায় এই পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুর পুরসভা। আমফান ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই রাজপুর সোনারপুর পুরসভা কতৃপক্ষ একাধিক পদক্ষেপ নিচ্ছেন৷ পানীয় জল ও বিদ্যুত পরিষেবা যাতে বিঘ্ন না হয় তারজন্য প্রয়োজনীয় কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ঝড়ের জেরে গাছ পড়ে গেলে তা যাতে দ্রুত সরিয়ে দেওয়া যায় তার জন্যও প্রস্তুত পুরসভা৷ একাধিক পেট্রোল চালিত কাটার কেনা হয়েছে এরজন্য৷ এছাড়া কেটে সরানোর জন্য জেসিপিও ভাড়া নেওয়া হয়েছে৷

 

 

আরও পড়ুন, কোভিডেও মিলল না মুক্তি, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে যুবতীর মৃত্যু কলকাতায়  


 সেফ হোমে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সে জন্য ইতিমধ্যেই জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া সোনারপুর গ্রামীন হাসপাতাল সহ অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন রয়েছে সেগুলি যাতে সুরক্ষিত থাকে তার জন্যও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক চিকিৎসক পল্লব দাস৷

Share this article
click me!

Latest Videos

'রোহিঙ্গারা মমতার ভোট ব্যাঙ্ক তাই তিনি বিএসএফকে জমি দিচ্ছে না' বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
‘তৃণমূল কেমিক্যাল দিয়ে আমায় মারার প্ল্যান করছে’ তৃণমূলের চক্রান্ত ফাঁস করলেন অর্জুন সিং! দেখুন