অনুমতি না নিয়ে শোভাযাত্রা করার অভিযোগে পাঁচ আরএসএস নেতাকে গ্রেফতার করল পুলিশ। যা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নিমতা থানা চত্বরে। ঘটনার পর থেকেই কর্মীদের গ্রেফতারিতে ক্ষোভে ফেটে পড়ে সংঘের নেতা কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
সাদামাটা মিছিলের জন্য গ্রেফতারির মুখ দেখতে হল বেলঘরিয়া আরএসএস মণ্ডলের সদস্যদের। রবিবার সকালে ছিল শোভাযাত্রার সূচনা পর্ব। নিমতা থানা এলাকার নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে শুরু হয়ে মহাজাতি নগরে গিয়ে শেষ হবার কথা ছিল শোভাযাত্রা।যদিও সংঘ পরিবারের বক্তব্য, খারাপ আবহাওয়ার জন্য তার গতিপথ পরিবর্তন করতে হয় আরএসএস নেতৃত্বকে। সকাল দশটায় সেই মিছিল বের হয় নিমতা বয়েজ ক্লাবের মাঠ থেকে। পরে তা বিভিন্ন রাস্তা ঘুরে নিমতা থানার পিছনে সরস্বতী শিশুবিদ্যা মন্দিরে গিয়ে শেষ হয়। এরপরেই আরএসএসের পাঁচ নেতাকে থানায় ডেকে পাঠান নিমতা থানার পুলিশ। পরে তাদের গ্রেফতার করা হয়। নেতাদের গ্রেফতারিতে ক্ষোভে ফেটে পড়েন আরএসএসের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ধৃতদের নাম নির্মল কুমার মাইতি, সত্যজিৎ গাঙ্গুলী, ভোলানাথ বারুই, চিরঞ্জিৎ মজুমদার। ধৃতদের আজ বারাকপুর পুলিশ আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলছে।