দুর্গোৎসবে অভিনব মণ্ডপের ভাবনা সল্টলেক আই-বি ব্লকের

Published : Sep 12, 2019, 10:30 AM ISTUpdated : Sep 23, 2019, 03:22 PM IST
দুর্গোৎসবে অভিনব মণ্ডপের ভাবনা সল্টলেক আই-বি ব্লকের

সংক্ষিপ্ত

বছর ঘুরে ঘরে মেয়ের আসার সময় হয়েছে সেই মতো শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতিও  সেই খুশিতে সামিল হয়েছে  সল্টলেক আই-বি ব্লক ৩৩ তম বছরে অভিনব মণ্ডপ তৈরি করতে চলেছে  আই-বি ব্লক

শরতের নীল আকাশ আর মাঠে ঘাটে কাশ ফুল জানান দিচ্ছে ঘরে মেয়ের আসার সময় হয়েছে। সেই আনন্দ মেতে উঠেছে শহর কলকাতা সহ গোটা বাংলা। সেই মতো শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতিও। কলকাতার অলিতে গলিতে চলছে পুজোর থিম, প্যান্ডেল, আলোর রোশনাই দিয়ে সাজানোর প্রস্তুতিপর্ব। বছর পরে মেয়ে বাড়ি আসছে বলে কথা। সেই খুশিতে সামিল হয়েছে  সল্টলেক আই-বি ব্লকও। 

দেখে নিন- দেখে নিন কীভাবে অংশগ্রহণ করবেন 'এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯'-এ

      ৩৩ তম বছরে অভিনব মণ্ডপ তৈরি করতে চলেছেন সল্টলেক আই-বি ব্লকের পুজো উদ্যোক্তারা। এই বছর তাদের মণ্ডপ তৈরি হতে চলেছে মুকুটের আদলে। যদিও পুজো সেক্রেটারি পদে থাকা পার্থ বাবুকে তাদের মণ্ডপ নির্মাণের পেছনে থাকা ভাবনা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি জানিয়েছেন আপাতত তারা সেই ভাবনাটিকে গোপনই রাখতে চান। 

আরও পড়ুন- সংস্কৃতি এবং ঐতিহ্য, এই দুইয়েই মাতৃ বন্দনায় সামিল হচ্ছে সল্টলেক এইচ-বি ব্লক

    তিনি আরো জানিয়েছেন এবার তাদের পুজোর উদ্বোধন হবে পঞ্চমীর দিন। মণ্ডপ তৈরির কাজে যুক্ত বিনাপানি ডেকোরেটর্স এর প্রদ্যুত নস্কর জানিয়েছেন ২১শে আগস্ট থেকে তারা মণ্ডপ সজ্জার কাজ শুরু করেছেন এবং দ্বিতীয়ার মধ্যে তারা কাজটি শেষ করার চেষ্টা করছেন। ৫ জন শিল্পী দিনে প্রায় ১২ ঘন্টা পরিশ্রম করছেন মণ্ডপ তৈরির কাজ সম্পূর্ণ করতে।

      অভিনব এই মণ্ডপ তৈরির পেছনের আসল ভাবনা টি জানতে হলে আসতেই হবে সল্টলেক আই-বি ব্লকের এই পুজোয়।

PREV
click me!

Recommended Stories

মেসি-কাণ্ডে কলকাতাকে বদনাম করার চেষ্টা! জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রশ্ন কুণালের
'নবান্ন কাছে থাকলে দিদির আজ খবর ছিল', মেসি-কাণ্ডে মমতাকে কটাক্ষ অধীরের