সংক্ষিপ্ত
- বাংলার সংস্কৃতি গুলিকে তুলে ধরতে চলেছেন এইচ-বি ব্লকের পূজো উদ্যোক্তারা
- তাদের এইবারের পুজোর থিম "বিশ্ব বাংলা"
- পঞ্চমীতে হবে এই পুজোর উদ্বোধন
- সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও চমকে দিতে প্রস্তুত এইচ-বি ব্লক
এইবারের পুজোয় বাংলার নানান সংস্কৃতি গুলিকে তুলে ধরতে চলেছেন এইচ-বি ব্লকের পূজো উদ্যোক্তারা। তাদের এইবারের পুজোর থিম "বিশ্ব বাংলা"। আশেপাশের অন্যান্য পুজোর তুলনায় তাদের বাজেট তুলনামূলক ভাবে একটু কম হলেও সীমিত বাজেটেই নজর কাড়ার চেষ্টা চালাচ্ছেন পুজোর উদ্যোক্তারা।
আরও পড়ুন- বাগবাজারের পুজোর আদলেই সেজে উঠছে সল্টলেকের বিএ ব্লক
মণ্ডপের ডেকোরেশনের সঙ্গে যুক্ত সোমেন নস্কর জানিয়েছেন একমাস ধরে তারা মণ্ডপ সজ্জার কাজ করছেন। পঞ্চমীতে পুজোর উদ্বোধন, তার আগে তৃতীয়ার মধ্যেই মণ্ডপ সজ্জার কাজটি সম্পূর্ণ করে ফেলতে চাইছেন মণ্ডপ সজ্জার কাজে নিযুক্ত বিনাপানি ডেকোরেটার্স। পুজোর সেক্রেটারি রাম সাহা জানিয়েছেন তাদের সীমাবদ্ধতার ব্যাপার গুলি মাথায় রেখেই চমকে দিতে মরিয়া তারা। যদিও বাজেট এবং প্রতিমা সম্পর্কে জানাতে চাননি তিনি। উদ্বোধনের দিন বিশেষ কাউকে অতিথি হিসাবে আনতে চাইছেন, কিন্তু ঠিক কাকে আনা হচ্ছে সেই বিষয়টিও আপাতত ভাবনা-চিন্তার স্তরে রয়েছে।
আরও পড়ুন- সৃষ্টির ৫০ বছরে গুপী-বাঘা ফিরতে চলেছে বিজি ব্লকে
সীমাবদ্ধতা সত্ত্বেও কতটা চমকে দিতে সক্ষম হয় এইচ-বি ব্লক সেই ব্যাপারে জানতে চাইলে আসতেই হবে লবন-হ্রদের এই পুজোয়।