বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা সব্যসাচীর! সাংবাদিক বৈঠকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন

  • অবশেষে বৃহস্পতিবার বিকেলে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সব্য়সাচী দত্ত
  • সাংবাদিক বৈঠকের মাধ্য়মে ইস্তফার কথা জানান সব্যসাচী। তবে ইস্তফা দিয়েই ক্ষান্ত রইলেন না তিনি
  • সাংবাদিক বৈঠকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি
swaralipi dasgupta | Published : Jul 18, 2019 12:27 PM IST / Updated: Jul 18 2019, 06:12 PM IST

অবশেষে বৃহস্পতিবার বিকেলে বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন সব্য়সাচী দত্ত। সাংবাদিক বৈঠকের মাধ্য়মে ইস্তফার কথা জানান সব্যসাচী। তবে ইস্তফা দিয়েই ক্ষান্ত রইলেন না তিনি। সাংবাদিক বৈঠকেই রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। 

সব্যসাচী জানান, রাজারহাট-গোপালপুরে বেআইনি ভাবে জলাধার ভরাট করা হয়েছে। ব্যবসায়ীদের অসততার বিরুদ্ধে বার বার মুখ খুলেও কোনও সমাধান পাওয়া যায়নি রাজ্য সরকারের থেকে। এই প্রসঙ্গেই তিনি বলেন,আইনকেই যখন রক্ষা করতে পারছি না মেয়র হিসেবে, তখন এই পদে থেকেও কোনও লাভ নেই।

Latest Videos

 

 

প্রসঙ্গত,  দলের নির্দেশেই বিধাননগরের মেয়রকে সরাতে অনাস্থা এনেছিলেন ৩৫ জন তৃণমূল কাউন্সিলর। সেই অনাস্থা প্রস্তাবকেই বেআইনি বলে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, দু' দিনের মধ্যে ফের আস্থা ভোটের জন্য নতুন করে বৈঠক ডাকতে হবে চেয়ারপার্সনকে। 

তৃণমূল শিবিরে বিধাননগরের এই মেয়রকে  নিয়ে সমস্যা শুরু হয় যখন শোনা যায় মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন সব্যসাচী। দলের সমস্যা থাকলেও বিষয়টি নিয়ে মাথা ঘামাননি সব্যসাচী। 

 

 

উল্লেখ্য জয় বাংলা স্লোগান প্রসঙ্গও আজ ইস্তফা দেওয়ার সময়ে সাংবাদিক বৈঠকে টেনে আনেন সব্যসাচী। তিনি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা যেমন নতুন করে বাংলায় জনপ্রিয় হয়েছে। আমিও ওই মুক্তিযুদ্ধের আর একটি জনপ্রিয় স্লোগান বলে ইস্তফা দিচ্ছি। সেটা হল, আমারে দাবায়ে রাখতে পারবা না। 

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
সাংবাদিকদের দেখেই দে ছুট! চাঞ্চল্য গোটা এলাকায়, ব্যপার কী? দেখুন
এবার ট্যাব কেলেঙ্কারির শিকার হলো গঙ্গাসাগরের স্কুলের ছাত্রছাত্রীরা! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়
‘ওপারে ইউনূস এপারে মমতা দুজনেই এক’ মমতাকে তোপ শুভেন্দুর, দেখুন কী বললেন | Suvendu Adhikari