নববর্ষেই শুভারম্ভ, এপ্রিলেই চালু হবে শিয়ালদহ মেট্রো

ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান পর্যন্ত কাজ বৌবাজার বিপর্যয়ের পর অনেকটাই থমকে গিয়েছে। আর সেই কাজও ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলে জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার।

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে এপ্রিলেই (April) চালু হবে ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) শিয়ালদহ স্টেশন (Sealdah Metro Station)। অর্থাৎ নতুন বছরের এই মেট্রো পরিষেবা (Metro Service) চালু করা হবে। মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরার তরফে একথা জানানো হয়েছে। শিয়ালদহ মেট্রো চালুর জন্য গত সপ্তাহেই পরীক্ষা হয়েছিল। পর্যবেক্ষণের জন্য পৌঁছে ছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটির (Commission of Railway Safety) অফিসাররা। আগামী সপ্তাহেই তার রিপোর্ট মিলবে বলে মেট্রো সূত্রের খবর। আর তারপরই আনুষ্ঠানিক ভাবে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করা হবে। 

ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান পর্যন্ত কাজ বৌবাজার বিপর্যয়ের পর অনেকটাই থমকে গিয়েছে। আর সেই কাজও ২০২৩ সালের জানুয়ারির মধ্যে শেষ করার কথা বলে জানিয়েছেন মেট্রোর জেনারেল ম্যানেজার। পাশাপাশি চলতি বছরের মধ্যেই জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ২০২৩ সালের জুলাই মাসে নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত অংশের কাজ শেষ হয়ে যাবে বলেও জানানো হয়েছে। আর ওই একই লাইনে নিউ ব্যারাকপুর পৌঁছাতে ২০২৬ সাল পর্যন্ত হয়ে যাবে। 

Latest Videos

আরও পড়ুন- বিদেশের ধাঁচে সেজে উঠেছে শিয়ালদহ মেট্রো স্টেশন, দেখুন ভিতরের ছবি

শিয়ালদহ স্টেশনটিকে সাজিয়ে তোলা হয়েছে একেবারে বিদেশের ধাঁচে। স্টেশনের দেওয়ালে রয়েছে বিভিন্নরকম কারুকার্য। যাত্রী সুরক্ষায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে স্ক্রিন ড্রোর (Screen Door)। থাকছে সবচেয়ে বেশি টিকিট কাউন্টার। এখানে তৈরি হয়েছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। যাতে যাত্রীরা মেট্রোর দু’দিকের দরজা দিয়েই ওঠা নামা করতে পারবেন। ফলে একদিকে ভিড় হওয়ার সম্ভাবনাও কম থাকবে। আর ভিড়ের সময় যে তাড়াহুড়ো হয় তাও আর হবে না। মেট্রো কর্তাদের অনুমান, আগামী তিন বছরের মধ্যে প্রতি ঘন্টায় শিয়ালদহ মেট্রো স্টেশনে প্রায় ১৭ থেকে ২২ হাজার লোক যাতায়াত করবেন। আর এই যাত্রীচাপের কথা মাথায় রেখেই অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হয়েছে শিয়ালদহ মেট্রো স্টেশন।

আরও পড়ুন- বাগটুইয়ের বিড়ম্বনার মধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়াল ইডি, আবার তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ১০০ কিলোমিটারের বেশি হবে বলে মনে করা হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। আর সেই বিষয়কে মাথায় রেখেই আগামী দু-তিন বছরের মধ্যে আরও ৪৭টি রেক আসবে বলে জানানো হয়েছে। শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেলে প্রচুর সুবিধা হবে যাত্রীদের। যাঁরা শিয়ালদহ মেইন কিংবা শিয়ালদহ দক্ষিণ শাখায় যাতায়াত করেন তাঁদের একটা বড় অংশ সেক্টর ফাইভ কিংবা লেকটাউনের দিকে যান। তাঁদের জন্য এই মেট্রো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর মেট্রোতে ওঠার ফলে খুব কম সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছাতে পারবেন যাত্রীরা। 

আরও পড়ুন- 'উর্দিতে দাগ নেব না' - বগটুই-এর ঘটনায় কি কোপ সেই আইপিএস অফিসারের উপর, চূড়ান্ত বিভ্রান্তি

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি