জামাইয়ের ভুরিভোজ, কোন পদে দেবেন নজর, জানুন

  • পাত পেরে ভুরিভোজের আয়োজনে রাখুন বিশেষ পদের সম্ভার
  • বাজার যাওয়ার আগেই ঠিক করে ফেলুন কোন পদে ভরাবেন জামাইয়ের মন

Jayita Chandra | Published : Jun 6, 2019 2:50 PM IST / Updated: Jun 06 2019, 08:50 PM IST

জামাইষষ্ঠী মানেই জামাই-এর রীতিমতো খাতিরদারি যাকে বলে। বছরের এই সময়টা জামাই-কে এই সংস্কারের মাধ্যমে শাশুড়িদের তোয়াজ করতে হয়। জামাই-এর মঙ্গল কামনার সঙ্গে সঙ্গে তাকে পেট পুরে খাওয়ানোটাও এই সংস্কারের মধ্যেে পড়ে। শেষ মুহুর্তের প্রস্তুতিতে একবার নজর বুলিয়ে নিন এই বিশাল ভুরিভোজের পদগুলিতে। চেক লিস্টে মিলিয়ে দেখে নিন এরমধ্যে কোনটা থাকল, আর কোনটা বাদ গেল। সকাল থেকে রাত, জামাইয়ের পাত জুড়ে থাকা চাই চাঁদের হাট। খামতি রাখা চলবে না কিছুতেই। বাঙালীর পেট পুরে ভুরিভোজের অন্যতম উৎসব এই জামাইষষ্ঠী। তাই রসনায় রাখতেই হবে রাজকীয় ব্যবস্থা। মাছ, মিষ্টি, মোর... চাওয়া মাত্রই পাতে হাজির করতে হবে তৎক্ষণাৎ। তবেই ফুটবে মেয়ের মুখে হাসি। তাই শেষ মুহুর্তের প্রস্তুতিতে নজরে রাখুন জামাইয়ের পাতে থাকতে পারে কী কী পদের সম্ভারঃ

Share this article
click me!