'পাড়ায় পাঠশালা' শুরু কলকাতা-সহ রাজ্যে একাধিক জেলায়, লতা প্রয়াণে নীরবতা পালন পড়ুয়াদের

 

 করোনা পরিস্থিতির জন্য ছাত্ররা  অনলাইন ক্লাস করলেও তাদের স্কুলে আসা এবং পড়াশুনার অভ্যেসটা অনেকটাই বদলে গেছে।  রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী রিজেন্ট পার্ক এলাকায়  'পাড়ায় পাঠশালা' শুরু হয়েছে।

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী রিজেন্ট পার্ক এলাকায় পাড়ায় পাঠশালা কর্মসূচিতে ( Paray Pathsala program )অংশগ্রহণ করল দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল। কোভিডের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। তারপর বহুদিন বন্ধ থাকার ফলে অনেক ছাত্র-ছাত্রীই স্কুল ছুট হয়েছে। ইউনিসেফের হিসেব অনুযায়ী সংখ্যাটা নেহাদ কম নয়। সারা দেশের স্কুল ছুটের সংখ্যা প্রায় ১০ লক্ষের উপরে। তাই অনলাইন ক্লাস ছেড়ে এবার যাতে অফলাইন ক্লাস করতে পারে পড়ুয়ারা তাই টিকাকরণের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। ঝুকি না নিয়ে সম্প্রতি ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি করে। তবে স্কুল খুললেও অষ্টম শ্রেণির নিচের পড়ুয়াদের জন্য চালু হয়েছে পাড়ায় পাঠশালা ( Paray Shikshalaya)। 

Latest Videos

রিজেন্ট পার্কে 'পাড়ায় পাঠশালা'

 করোনা পরিস্থিতির জন্য ছাত্ররা  অনলাইন ক্লাস করলেও তাদের স্কুলে আসা এবং পড়াশুনার অভ্যেসটা অনেকটাই বদলে গেছে। আর স্কুলে আসার বা পড়াশোনা করার অভ্যাস ফিরিয়ে আনতে এবং বাচচাদের পড়াশুনায় যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেই কারণে রাজ্য সরকার পাড়ায় পাঠশালা শুরু করেছে। আর এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন স্কুল তারা 'পাড়ায় পাঠশালা' কর্মসূচিতে এদিন অংশগ্রহণ করেছে। আর সেরকমই রিজেন্ট পার্ক এলাকার দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে এই পাড়ায় পাঠশালা কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়েছে। প্রধান শিক্ষকের বক্তব্য,  বাচ্চারা পড়াশোনা থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছিল অনলাইন ক্লাস হলেও স্কুলে আসার অভ্যাসটা তাদের একদমই চলে গেছে । এইবার পাড়ায় পাঠশালার কারণে  বাচ্চারা আবার বন্ধু-বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে এবং পড়াশোনা করতে আগ্রহী হবে এবং তারা পুরনো অভ্যাস ফিরে পাবে। পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ও ১২০ নম্বর ওয়ার্ডের পৌর পিতা সুশান্ত ঘোষ মহাশয়ের ব্যবস্থাপনায় এদিন ১১ পল্লী মাঠেও  পাড়ায় শিক্ষালয় শুরু করা হয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারি পড়তেই কোভিড সংক্রমণও অনেকটাই কমে এসেছে। ৬ তারিখের স্বাস্থ্যভবনের বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণ ১ হাজারের নিচে নেমেছে। যা কচিকাঁচাদের জন্যও মঙ্গলজনক খবর। 

আরও পড়ুন, 'পাড়ায় পাঠশালা' শুরু কলকাতা-সহ রাজ্যে একাধিক জেলায়, লতা প্রয়াণে নীরবতা পালন পড়ুয়াদের

 লতা প্রয়াণে নীরবতা পালন পড়ুয়াদের

 রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, 'পাড়ায় শিক্ষালয়' শুরু হয়েছে রাজ্য জুড়ে। মালদহ ইংরেজবাজার শহরের বার্লো গার্লস প্রাথমিক বিদ্যালয় নির্দিষ্ট সময় স্কুল প্রাঙ্গণে পাঠ্যক্রম শুরু হয়। স্কুলের ছাত্রীদের ঢোকার মুখে স্যানিটাইজার করে স্কুল প্রাঙ্গণে বারান্দায় সামাজিক দূরত্ব বজায় রেখে পাঠ্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতালি মন্ডল জানান, সকাল সাড়ে সাতটা থেকে স্কুল শুরু হয়। সপ্তাহে দুদিন করে প্রতিটি ক্লাস নেওয়া হবে। প্রথমে জাতীয় সংগীত করা হয় তারপর প্রয়াত বিশিষ্ট সংগীত শিল্পী স্কুল শুরু হয় । তারপর স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রীর বিশিষ্ট সংগীত শিল্পী লতা মঙ্গেশকর তাঁর আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today