ক্রেনে চড়ে মণ্ডপে পৌঁছল মা দুর্গা, বেনিয়াটোলায় এক টনের প্রতিমায় দুর্গাপুজা

Published : Sep 05, 2022, 12:24 AM ISTUpdated : Sep 05, 2022, 12:28 AM IST
ক্রেনে চড়ে মণ্ডপে পৌঁছল মা দুর্গা, বেনিয়াটোলায় এক টনের প্রতিমায় দুর্গাপুজা

সংক্ষিপ্ত

২০২২ সালের দুর্গা পুজোয় নতুন চমক আনল শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন। ১ টন ওজনের অষ্টধাতুর বিগ্রহে হবে মায়ের পুজো।   

পুজোর আগেই ঢাকে কাঠি পড়ল শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনে। প্রায় ২৭ দিন আগেই বেনিয়াটোলা সর্বজনীনে পৌঁছল অষ্ট ধাতুর দূর্গা প্রতিমা। গোটা এলাকায় সাজো সাজো রব। এত বড়ো বিগ্রোহ এর আগে কোথাও হয়নি বলেই দাবি করছে পুজো কমিটি। উদ্যোক্তরা জানিয়েছেন এবার থেকে শুধুমাত্র চার দিন নয়, নিত্যপুজো করা হবে। 


২০২২ সালের দুর্গা পুজোয় নতুন চমক আনল শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন। ১ টন ওজনের অষ্টধাতুর বিগ্রহে হবে মায়ের পুজো। ওজনে ও উচ্চতায় এতটাই বড় এই প্রতিমা যে ক্রেনে দুর্গামূর্তি মণ্ডপে নিয়ে আসতে হয়। এই মূর্তির আনুমানিক মূল্য আঠাড়ো লাখ টাকা বলে জানা যাচ্ছে। শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনের অভিনব উদ্যোগে এবার শহরে এক টনের অষ্টধাতুর দুর্গায় হতে চলেছে মা দুর্গার পুজো। 

 


সম্প্রতি ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। তারপরই এই অভিনব দুর্গা প্রতিমা দেখা গেল শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীনে। পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিমা দুর্গাপুজোর চার দিন পরেও বিশর্জন দেওয়া হবে না। বরং নিত্যপূজোর ব্যবস্থা করা হবে। মহালয়ার দিন প্রতিষ্ঠা করা হবে এই বিগ্রহ। 
ক্লাবের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ জানিয়েছেন,"আমরা সবাই জানি বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। তাই আমরা ঠিক করেছি শুধু চারদিন নয় সারা বছরই মা দূর্গার পুজো করব। প্রতিমা শিল্পী মন্টু পাল জানিয়েছেন, "শোভাবাজার বেনিয়াটোলা সর্বজনীন নিত্যপুজো করার জন্য এক টন ধাতুর প্রতিমা বানিয়েছে। এটা অভিনব। আমার মনে হয় না এত বড় বিগ্রহ আর কোথাও আছে বলে।" 


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

বাংলার DA মামলার রায় বেরোবে কবে? সুপ্রিম কোর্টে বিরাট দাবি করলেন সরকারি কর্মীরা
নমাজ শুনতেই বেশি অভ্যস্ত, তাই গীতা পাঠ শুনলে কানে রক্ত ঝরে মমতার: বিজেপি