সরস্বতী পুজো উপলক্ষে একটানা লম্বা ছুটি পাচ্ছে রাজ্য় সরকারি কর্মীরা। এমনই ঘোষণা করেছে মমতার সরকার। স্বাভাবিকভাবেই এই ছুটি রাজ্য় সরকারি কর্মীদের জন্য একটা বড় সুখবর ৷ নতুন বছর শুরু হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ পেয়ে গেল তাঁরা।
বছরের প্রথম মাসেই ছুটির জোয়ার ৷ সরস্বতী পুজোয় অতিরিক্ত ছুটির ঘোষণা রাজ্য সরকারের ৷ ২৯ তারিখ অর্থাৎ বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়েছে ৷ এর ফলে টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে চলেছেন সরকারি কর্মীরা ৷ ছুটির তালিকা অনুসারে বৃহস্পতি ও শুক্রবার সরস্বতী পুজোর ছুটির পর শনি এবং রবিবার বন্ধ থাকবে সরকারি অফিস ৷ অর্থাৎ বুধবার থেকে রবিবার টানা পাঁচদিনের লম্বা ছুটি কাটাতে চলেছে রাজ্য সরকারি অফিসের কর্মচারীরা ৷
তবে এই প্রথমবার নয় এর আগেও অতীতে এমনই ছুটির সুখবর পেয়েছে রাজ্য় সরকারি কর্মীরা। গত বছরই ছট পুজোয় বিহারে ২ দিন সরকারি ছুটি ছিল। কিন্তু রাজ্য়ে তিনদিন সরকারি ছুটি পেয়ে যায় রাজ্য় সরকারি কর্মীরা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। বিরোধীরা বলতে থাকেন, বিহারে বিহারিরা ২ দিন ছুটি পেলেও এখানে আরও দরাজ হয়েছেন মুখ্য়মন্ত্রী।