রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সরস্বতী পুজোয় টানা পাঁচদিন ছুটি

Published : Jan 26, 2020, 07:50 PM IST
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, সরস্বতী পুজোয় টানা পাঁচদিন ছুটি

সংক্ষিপ্ত

সরস্বতী পুজো উপলক্ষে একটানা লম্বা ছুটি ছুটি পাচ্ছে রাজ্য় সরকারি কর্মীরা  এমনই ঘোষণা করেছে মমতার সরকার  নতুন বছর শুরু হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ 

সরস্বতী পুজো উপলক্ষে একটানা লম্বা ছুটি পাচ্ছে রাজ্য় সরকারি কর্মীরা। এমনই ঘোষণা করেছে মমতার সরকার।  স্বাভাবিকভাবেই এই ছুটি রাজ্য় সরকারি কর্মীদের জন্য  একটা বড় সুখবর ৷ নতুন বছর শুরু হতেই লম্বা ছুটি উপভোগের সুযোগ পেয়ে গেল তাঁরা। 

বছরের প্রথম মাসেই ছুটির জোয়ার ৷ সরস্বতী পুজোয় অতিরিক্ত ছুটির ঘোষণা রাজ্য সরকারের ৷ ২৯ তারিখ অর্থাৎ বুধবার অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে ঘোষিত হয়েছে ৷ এর ফলে টানা পাঁচ দিনের সরকারি ছুটি উপভোগ করতে চলেছেন সরকারি কর্মীরা ৷ ছুটির তালিকা অনুসারে বৃহস্পতি ও শুক্রবার সরস্বতী পুজোর ছুটির পর শনি এবং রবিবার বন্ধ থাকবে সরকারি অফিস ৷ অর্থাৎ বুধবার থেকে রবিবার টানা পাঁচদিনের লম্বা ছুটি কাটাতে চলেছে রাজ্য সরকারি অফিসের কর্মচারীরা ৷ 

তবে এই প্রথমবার নয় এর আগেও অতীতে এমনই ছুটির সুখবর পেয়েছে রাজ্য় সরকারি কর্মীরা। গত বছরই ছট পুজোয় বিহারে ২ দিন সরকারি ছুটি ছিল। কিন্তু রাজ্য়ে তিনদিন সরকারি ছুটি পেয়ে যায় রাজ্য় সরকারি কর্মীরা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। বিরোধীরা বলতে থাকেন, বিহারে বিহারিরা ২ দিন ছুটি পেলেও এখানে আরও দরাজ হয়েছেন মুখ্য়মন্ত্রী। 

PREV
click me!

Recommended Stories

বিধানসভায় প্রবেশ ইস্যুতে উত্তপ্ত শুভেন্দু বনাম রাজ্যের সঙ্ঘাত, মামলা গড়াল কলকাতা হাইকোর্টে
News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে