সরস্বতী পুজোয় চার দিনের সরকারি ছুটি, নতুন ঘোষণা রাজ্যের

  • রাজ্য সরকারি কর্মীদের জন্য় বড় সুখবর
  • সরস্বতী পুজোতে চার দিন ছুটি ঘোষণা
  • নবান্ন থেকে সরকারিভাবে এই বিজ্ঞপ্তি জারি 
  • টানা চারদিন ছুটি পাওয়া গেছে আরও এক উৎসবে
     

Asianet News Bangla | Published : Nov 6, 2019 12:17 PM IST

রাজ্য সরকারি  কর্মীদের জন্য় বড় সুখবর। সরস্বতী পুজো বা বাঙালির ভ্যালেন্টাইন ডে-তে চার দিন  ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। নবান্ন থেকে সরকারিভাবে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দুর্গা পুজোর ছুটির খবর শুনে আহ্লাদে আটখানা হওয়ার জোগাড় হয়েছিল আগেই। এবার সরস্বতী পুজোতেও ছুটির সুখবর শোনাল রাজ্য সরকার। ক্যালেন্ডার বলছে এ বছর সরস্বতী পুজো পড়েছে ৩০ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। শুক্রবার সরকারি ছুটি দেওয়ায় শনি, রবি এমনিতেই ছুটি  পাবেন সরকারি কর্মীরা। যার ফলে সরস্বতী পুজোয় রাজ্য সরকারি ছুটির দিনসংখ্যা দাঁড়াল ৪। 

স্বাভাবিকভাবেই রাজ্য সরকারি কর্মীরা ছুটির তালিকা দেখে সপ্তাহ শেষে ট্যুরের ভাবনা করতেই পারেন। তবে শুধু সরস্বতী পুজোতেই নয়, টানা  চারদিন  ছুটির হিসেব রয়েছে দোলের সময়তেও। এবছর দোল পড়েছে সোমবার। হোলি মঙ্গলবার পড়ায় একই সঙ্গে শনি, রবি ,সোম,মঙ্গল ছুটি পাবে সরকারি কর্মীরা। 

এখানেই শেষ হয়নি লম্বা ছুটির তালিকা। এব ছর সবথেকে বেশি ছুটি রয়েছে দুর্গা পুজোয়। ছুটির তালিকা বলছে, এবার রাজ্য সরকারি কর্মীরা  দুর্গাপুজোয় ১৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন। অর্থাৎ সব মিলিয়ে দুর্গাপুজোয় পাওয়া যাবে ১৩দিনের ছুটি। 
এ বছর ছট পুজোয় তিন দিনের ছুটি ঘোষণা করায় ফেসবুকে রাজ্য় সরকার নিয়ে ট্রোল কম হয়নি। অনেকেই বলেছেন বিহারে ছটপুজোয় সরকারি ছুটি ২দিন, বাংলায় তিন দিন। এই ছুটির তালিকাই প্রমাণ করে মায়ের থেকে মসির দরদ বেশি। কিন্তু আগামী বছর ছট পুজোর ছুটির তালিকা দেখে হিংসা হতে পারে এইসব নেটিজেন দের। জানলে অবাাক হবেন আগামী বছর ছটপুজোয় সরকারি ছুটি থাকছে টানা চারদিন। 

তবে সবকিছু ভালোর মধ্যে কিছু কালোও রয়েছে। ছুটির তালিকা বলছে, আগামী বছর বিবেকান্দন্দের জন্মদিন, মহরম, দুর্গাপুজোর নবমী,সাধারণতন্ত্র দিবস রবিবারে পড়েছে। ফলে এইসব ছুটি হাতছাড়া হচ্ছে সরকারি কর্মীদের।

Share this article
click me!