এপ্রিলেই দু' দফায় পুরভোট, দিনক্ষণ ঠিক করে ফেলেছে নবান্ন

Published : Feb 18, 2020, 04:38 PM ISTUpdated : Feb 20, 2020, 12:03 AM IST
এপ্রিলেই দু' দফায় পুরভোট, দিনক্ষণ ঠিক করে ফেলেছে নবান্ন

সংক্ষিপ্ত

এপ্রিল মাসেই রাজ্যে পুরভোট দু' দফায় হতে পারে ভোটগ্রহণ দিনক্ষণ ঠিক করে ফেলেছে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে দেওয়া হবে প্রস্তাব  


সবকিছু ঠিক থাকলে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহেই রাজ্যে শুরু হতে পারে পুর নির্বাচন। দু' দফায় কলকাতা এবং রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোটগ্রহণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। ১১২ টি পুরসভায় নির্বাচনের জন্য সম্ভাব্য দিনক্ষণও ভেবে রেখেছে নবান্ন। 

একটি বাংলা নিউজ চ্যানেল- এর খবর অনুযায়ী, কলকাতা এবং হাওড়া পুরসভায় আগামী ১২ এপ্রিল ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। রাজ্যের বাকি পুরসভাগুলিতে ভোট হতে পারে ২৬ বা ২৭ এপ্রিল। 

আরও পড়ুন- মার্চেই হয়তো দোতালা বাস ফিরবে কলকাতায়, এবার খোলা ছাদে শহর দেখবে যাত্রীরা

আরও পড়ুন- অভিনব উপায়ে সোনা পাচার, কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার যুবক

নিয়ম অনুযায়ী রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে ভোটের দিনক্ষণ জানতে চেয়ে চিঠি দেওয়া হবে। চিঠি পাওয়ার পরই নিজেদের প্রস্তাব নির্বাচন কমিশনকে জানাবে রাজ্য সরকার। নির্বাচন কমিশন তাতে সম্মতি দিলে তার পরই বিজ্ঞপ্তি জারি হবে। তবে রাজ্য যে ভোটের আয়োজনের জন্য প্রস্তুত, তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনকেও তা জানিয়ে দেওয়া হবে। 

রাজ্যের অনেক পুরসভাতেই পুরবোর্ড- এর মেয়াদ বহুদিন হলো শেষ হয়েছে। ফলে এপ্রিল মাসের মধ্যেই ভোট গ্রহণ পর্ব মিটে ফলাফল প্রকাশের সম্ভাবনা প্রবল। 
 

PREV
click me!

Recommended Stories

Today Live News: হামাসকে জঙ্গি সংগঠন ঘোষণা করুক ভারত, ইজরায়েলের দাবি- নতুন বিপদ আসছে
WB Weather Update: বঙ্গে শীতের ইনিংস শুরু, সপ্তাহ শেষে পারদ পতনের ইঙ্গিত? এবার কী শীতে কাঁপবে বঙ্গবাসী