চিঠি পাঠালো রাজ্য সরকার, সাড়া দেবেন কি জুনিয়র চিকিৎসকরা

  • আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি সরকারের
  • নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আহ্বাণ
  • ফের বৈঠকে জুনিয়র চিকিৎসকরা

মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে গিয়ে বৈঠক করার জন্য এনআরএসের জুনিয়র চিকিৎসকদের চিঠি দিল স্বাস্থ্য দফতর। আজ দুপুর তিনটের সময় নবান্নে গিয়ে বৈঠক করার জন্য আন্দোলনকারীদের চিঠি দিল রাজ্য সরকার। এই চিঠি পাওয়ার পরেই ফের নিজেদের মধ্যে আলোচনায় বসেছে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। 

আজ দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হতে পারে বলে রবিবার রাত থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এ দিন সকালে জুনিয়র চিকিৎসকরা জানান, বৈঠকে যাওয়ার জন্য তাঁদের কাছে কোনও সরকারি চিঠি আসেনি। এর পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। যে প্রতিনিধিরা এই বৈঠকে থাকতে চান, সেই জুনিয়র চিকিৎসকদের বেলা আড়াইটের মধ্যে নবান্নে যেতে বলা হয়েছে। পাশাপাশি, প্রতিটি মেডিক্যাল কলেজ পিছু দু' জন জুনিয়র চিকিৎসক বৈঠকে যেতে পারেন বলে চিঠিতে জানানো হয়েছে।

Latest Videos

এ দিন সকালে অবশ্য জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন, সংবাদমাধ্যমের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁরা বৈঠক করতে চান। এছাড়াও বৈঠকের লাইভ সম্প্রচারের দাবি জানান তাঁরা। যদিও এই শর্ত সরকার মানবে কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। 

Share this article
click me!

Latest Videos

২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
'আমাদের এখানে কিম জং-য়ের লাইট ভার্সন আছে' Mamata-কে নাম না করে চরম কটাক্ষ Sukanta Majumdar-এর
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রকাশ্যে হুমকি! মমতার এই নেতার মুখের ভাষা...বিরোধীদের যা বললেন! দেখুন | Malda News Today |